শেষ আপডেট: 13th November 2024 15:51
দ্য ওয়াল ব্যুরো: মহিলাদের স্বনির্ভর হওয়ার নিরিখে বিশ্বের শীর্ষে বাংলা। বুধবার দার্জিলিংয়ে সরস মেলার উদ্বোধনী মঞ্চ থেকে এই দাবি করেন রাজ্যের প্রশাসনিক প্রধান।
এদিন রাজ্যের স্বনির্ভর গোষ্ঠীর ভূয়সী প্রশংসা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমাদের রাজ্যে এখন স্বনির্ভর গোষ্ঠীর সংখ্যা ১২ লাখ, অন্য কোনও রাজ্যে নেই। মহিলাদের স্বনির্ভর করার ক্ষেত্রে আমাদের এই প্রকল্প সারা বিশ্বে এক নম্বরে।"
মুখ্যমন্ত্রী জানান, স্বনির্ভর গোষ্ঠীর জন্য ১ লাখ ১০ হাজার কোটি টাকারও বেশি ব্যাঙ্ক ঋণের ব্যবস্থা করেছে রাজ্য। জিটিএ এলাকায় ইতিমধ্যে ১১ হাজার স্বনির্ভর গোষ্ঠী তৈরি করা হয়েছে। ৫০০ কোটি টাকা ঋণের ব্যবস্থা করা হয়েছে।
বুধবার থেকে দার্জিলিংয়ে শুরু হয়েছে সরস মেলা। এদিন দুপুরে মেলার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই মঞ্চ থেকে এদিন বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, উদ্বোধন এবং বিভিন্ন সরকারি পরিষেবা প্রদান করেন রাজ্যের প্রশাসনিক প্রধান।
সেখানেই রাজ্যের স্বনির্ভর গোষ্ঠীর ভূয়সী প্রশংসা করে মুখ্যমন্ত্রী বলেন, মহিলারা শুধু বাড়িতে রান্না করবে না, তাঁরা হস্তশিল্পের কাজ করে নিজেদের স্বনির্ভরও করে তুলতে পারবে। সেজন্যই এই স্বনির্ভর গোষ্ঠী গঠন।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, জিটিএ প্রধান অনিত থাপা, শিলিগুড়ির মেয়র গৌতম দেব প্রমুখরা উপস্থিত রয়েছেন। টানা ১০ দিন ধরে চলবে এই মেলা। সরস মেলায় যোগ দিয়েছেন রাজ্যের বিভিন্ন প্রান্তের হস্তশিল্পীরা।
প্রসঙ্গত, ফি-বারই কলকাতায় হয় সরস মেলা। এবারে ডিসেম্বরে শহরে এই মেলা হওয়ার কথা। তার আগে মুখ্যমন্ত্রীর উদ্যোগে এবারেই প্রথম দার্জিলিংয়ে শুরু হল সরস মেলা।