অভিষেক বন্দ্যোপাধ্যায় ও শেখ শাহনাওয়াজ মণ্ডল৷
শেষ আপডেট: 30th October 2024 13:48
দ্য ওয়াল ব্যুরো: মমতা বন্দ্যোপাধ্যায় নন! রাজ্যের মুখ্য়মন্ত্রীর নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়!
দলের বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে এমনই বেফাঁস মন্তব্য করেছেন বর্ধমানের কেতুগ্রামের তৃণমূল বিধায়ক শেখ শাহনাওয়াজ মণ্ডল৷ যা নিয়ে শোরগোল তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে।
মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামের সংস্কৃতি লোকমঞ্চে শাসকদলের বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয়েছিল। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে অভিষেককে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে সম্বোধন করেন কেতুগ্রামের বিধায়ক।
শেখ শাহনাওয়াজ মণ্ডলকে বলতে শোনা যায়, "বাংলার মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে দুর্গাপুজো, কালীপুজোর পাশাপাশি ইদও আমরা ধুমধামের সঙ্গে পালন করব৷" কর্মীদের একত্রিত ভাবে রাজ্যের উন্নয়নের বার্তা সব জায়গায় ছড়িয়ে দেওয়ার পরামর্শও দেন তিনি।
মঞ্চে উপস্থিত নেতৃত্বরা অবশ্য ইশারায় বিধায়ককে বোঝান তিনি মুখ্যমন্ত্রীর নাম ভুল বলেছেন। এর কিছু পরেই নিজের ভুল শুধরে তৃণমূল বিধায়ক বলেন, "বাংলাকে এগিয়ে নিয়ে যেতে প্রতিমুহূর্তে চেষ্টা করে যাচ্ছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অথচ মহিষাসুরে দল রাজ্যজুড়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছে৷" এ ব্যাপারে কর্মীদের আরও বেশি করে সজাগ থাকার পরামর্শও দেন তিনি।
যদিও নিজের বেফাঁস মন্তব্য নিয়ে পরে কোনও প্রতিক্রিয়া দিতে রাজি হননি শেখ শাহনাওয়াজ। তবে তিনি কেন এমন বললেন তা নিয়ে দলের অভ্য়ন্তরে তো বটেই বিরোধী শিবিরেও চর্চা শুরু হয়েছে।