শেষ আপডেট: 26th September 2023 07:57
দ্য ওয়াল ব্যুরো: বাংলার ব্যবসায়ী আপেল কিনতে দিল্লি গিয়েছিলেন। সেখানেই থাকে তাঁর বন্ধু। বিমানবন্দরে নামার পর গাড়ি পাঠিয়ে দিয়েছিল সেই বন্ধুই। কিন্তু তলে তলে অন্যদের সঙ্গে হাত মিলিয়ে সে যে কত বড় শত্রুতার ছক কষে রেখেছে, তা যদি তখন জানতেন তিনি! অচেনা জায়গায় এনে ফেলে শিলিগুড়ির ব্যবসায়ীকে অপহরণ করল সেই বন্ধু (Bengal Businessman kidnapped)। তারপর তিন লক্ষ টাকা মুক্তিপণ আদায় করল।
৩৩ বছরের বাবলু যাদব শিলিগুড়ির (Siliguri Businessman) বাসিন্দা। সেখানেই ফলের ব্যবসা রয়েছে তার। সস্তায় পাইকারি বাজার থেকে আপেল কিনবেন বলে দিল্লির আজাদপুর মান্ডির হোলসেল মার্কেটে যাবেন বলে ঠিক করেছিলেন বাবলু। সেই মতোই বাগডোগরা বিমানবন্দর থেকে বিমান ধরে দিল্লিতে (Delhi) গিয়ে নামেন তিনি। তাঁকে দ্বারকার সেক্টর ২১-এ নিয়ে যাওয়ার জন্য গাড়ি পাঠিয়ে দিয়েছিল 'বন্ধু' অজয়। সেই গাড়িতে করেই দ্বারকা পৌঁছান বাবলু। সেখান থেকে তাঁকে একটি ফ্ল্যাটে নিয়ে যায় অজয়। অজয়ের এক বন্ধুও ছিল সেখানে।
টাকা পাওয়ার পর বাবলুকে অভিযুক্তরা বাহাদুরগড় সিটি মেট্রো স্টেশনের কাছে ছেড়ে দিয়ে যায়। ঘটনার বিষয়ে পুলিশে অভিযোগ না করার জন্য হুমকিও দেওয়া হয় তাঁকে। শুক্রবার বাবলু দিল্লি বিমানবন্দর থানায় অজয় সহ পাঁচ অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ৩৬৪এ এবং ১২০বি ধারায় অপহরণ এবং অপরাধমূলক যড়যন্ত্রের অভিযোগে এফআইআর দায়ের করে পুলিশ। সোমবার পুলিশ তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে। ধৃতরা হল- প্রবীণ কুমার (২৭), বিকাশ (২৬), এবং হরফুল সিং (৩৩)।
তবে অজয়কে এখনও ধরতে পারেনি পুলিশ। সে এবং পঞ্চম অভিযুক্তের সন্ধানে তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা।
নিয়ান্ডারথালের জিনই জিয়ন কাঠি! আধুনিক মানুষকে মারণ রোগ থেকে বাঁচাতে পারে পূর্বপুরুষের ডিএনএ