শেষ আপডেট: 3rd October 2023 11:55
দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি অমৃতা সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আদালত সূত্রের খবর, বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে মামলাটি গ্রহণ করেছেন। মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় মামলার শুনানি হবে।
গত ২৯ সেপ্টেম্বর নিয়োগ মামলার শুনানিতে ইডির তদন্তকারী আধিকারিক মিথিলেশ কুমার মিশ্রকে সরিয়ে দেন বিচারপতি সিনহা। একই সঙ্গে ওই দিন তিনি ইডিকে স্পষ্টভাবে জানান, ৩ তারিখের (অক্টোবর) নির্ধারিত তদন্ত প্রক্রিয়া যেন কোনওভাবে ব্যাহত না হয়।
প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি কাণ্ডের সূত্রে ৩ অক্টোবর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য গত ২৮ সেপ্টেম্বর সমন পাঠায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডি। এদিকে ২ ও ৩ অক্টোবর তৃণমূলের দিল্লি চলো কর্মসূচি পূর্ব নির্ধারিত। পরের দিন অর্থাৎ ২৯ অগস্ট টুইট করে অভিষেক সেকথা জানিয়েও দেয়। অভিষেক স্পষ্টভাবে জানান, ৩ তারিখ তিনি দিল্লিতে মানুষের জন্য আন্দোলনে উপস্থিত থাকবেন। ক্ষমতা থাকলে কেউ তাঁকে আটকে দেখাক।
সূত্রের খবর, ২৯ সেপ্টেম্বর মামলার শুনানি চলাকালীন অভিষেকের টুইটের প্রসঙ্গটি খুঁচিয়ে তোলেন এই মামলায় অন্যতম আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য। তিনি বলেন, “এই মামলায় আলোচ্য ব্যক্তি এদিন টুইট করে বলেছেন, কেউ তাঁকে আটকাতে পারবেন না। বিকাশ আরও বলেন, টুইট থেকে জানতে পারছি ওদিন দিল্লিতে একটা রাজনৈতিক কর্মসূচি রয়েছে। তা নিয়ে টুইট করে এসব লিখেছেন। ইডি ব্যাপারটা ভাল বলতে পারবে।”
আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য যখন ওইদিন ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আদালতকে জানাচ্ছিলেন, তখন দেখা যায় এক আইনজীবী অভিষেকের টুইটের একটি প্রিন্ট আউট বিচারপতির দিকে এগিয়ে দিচ্ছেন। এর পরই ইডির আইনজীবী ৩ তারিখ অভিষেককে তলবের বিষয়টি আদালতকে জানান। তা শুনে বিচারপতি অমৃতা সিনহা ইডিকে স্পষ্ঠভাবে জানিয়েছিলেন, ৩ তারিখের নির্ধারিত তদন্ত প্রক্রিয়া যেন কোনওভাবে ব্যাহত না হয়।
তৃণমূল সূত্রের খবর, অভিষেকের ক্ষেত্রে হাজিরা এড়িয়ে যাওয়ার রেকর্ড প্রায় নেই বললেই চলে। এ৭েত্রে দলের পূর্ব ঘোষিত কর্মসূচি শেষেই তিনি ফের ইডির মুখোমুখি হতে চান। সে কারণেই বিশেষ এই দিনের হাজিরা কে কেন্দ্র করে বিচারপতির নির্দেশকে চ্যালেঞ্জ জানাতেই আদালতের দ্বারস্থ হওয়া। তা না হলে আদালত অবমাননার অভিযোগ উঠতে পারে।