শেষ আপডেট: 25th January 2025 10:08
দ্য ওয়াল ব্যুরো: ফের বাঘের উপস্থিতি বেলপাহাড়িতে! এ বিষয়ে গ্রামবাসীদের সতর্ক করতে ইতিমধ্যে মাইকে করে প্রচারও শুরু করেছে বন দফতর। গ্রামবাসীদের একা একা জঙ্গলে না যাওয়ার জন্যও সতর্ক করা হচ্ছে।
বর্ষশেষে রাজ্যের পশ্চিমাঞ্চলে ঢুকে পড়ে টানা ১০ দিন বনে বাদড়ে দৌড়ে আস্ত বন দফতরকে নাকানিচোবানি খাইয়েছিল বাঘিনি জিনাত। তারপরেও ফের একাধিকবার ওড়িশা, ঝাড়খণ্ড থেকে এ রাজ্যে ঢুকে পড়েছে রয়্যাল বেঙ্গল টাইগার। গত কয়েকদিন ধরে পুরুলিয়া সীমান্তে থাকা সেই বাঘটিই বেলপাহাড়িতে ঢুকে পড়েছে নাকি এটি অন্য তা নিয়েও ধন্দ তৈরি হয়েছে।
বন দফতর সূত্রের খবর, শুক্রবার বেলপাহাড়ির কয়েকটি এলাকায় নতুন করে বাঘের পায়ের ছাপ দেখতে পাওয়া যায়। তারপর থেকেই আতঙ্ক ছড়িয়েছে। পরিস্থিতা সামলাতে আপাত গ্রামবাসীদের একা একা জঙ্গলে যেতে নিষেধ করছেন বনকর্তারা।
এ ব্যাপারে এক কর্তা বলেন, "বাঘিনি জিনাত যেভাবে সকলকে নাস্তানাবুদ করেছে তার পুনরাবৃত্তি যাতে না হয়, সে ব্যাপারে আমরা সতর্ক রয়েছি। সে কারণেই মাইকিং করে গ্রামবাসীদের সতর্ক করা হয়েছে।"
রাজ্যে ঘন ঘন বাঘ ঢুকে পড়ার জন্য সম্প্রতি নাম না করে ওড়িশা, ঝাড়খণ্ড রাজ্যের প্রতি মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছিলেন, "বাঘ পালিয়ে আসে কেন রোজ রোজ? তোমার বাঘ তুমি সামলাতে পারছো না কেন!"
মমতা এও বলেন, "ওরা নিশ্চয়ই বাঘকে খেতে দেয় না! তাই তো বাঘ পালিয়ে আসে। আর আমাদের গ্রামগুলো ভয়ে কাঁপে। আর যেই ধরা হল, ওমনি ওরা ফোন করে- ফেরৎ নেওয়ার জন্য লাফালাফি করতে থাকে! এবার বাঘ এলে ওদের বলবে- তোমাদের লোক পাঠাও!"
এ ব্যাপারে পড়শি রাজ্যের ভূমিকা নিয়ে এদিন ক্ষোভ প্রকাশ করেছেন এক বনকর্তাও। টেলিফোনে দ্য ওয়ালকে তিনি বলেন, "গত কয়েকদিন ধরে পুরুলিয়া সীমান্তে একটি বাঘ ঘুরে বেড়াচ্ছিল। সেটিই বেলপাহাড়িতে এসেছে বলে মনে করা হচ্ছে। তবে যাদের এলাকা থেকে (পড়শি রাজ্য) বাঘ ঘুরে বেড়াচ্ছে তাদেরও উচিত এ ব্যাপারে প্রয়োজনীয় মনিটরিং করা।"