শেষ আপডেট: 19th December 2021 03:14
বেলেঘাটার বুথে বেঞ্চে উঠে সাদা কাগজে ঢাকা হচ্ছে সিসিটিভি! প্রকাশ্যে সেই ফুটেজ
দ্য ওয়াল ব্যুরো: সকাল সকাল সিপিএমের তরফ থেকে অভিযোগ এসেছিল। বেলেঘাটার সেই বুথের সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এল। সেখানে দেখা যাচ্ছে বেঞ্চের উপর উঠে একজন সাদা কাগজ এঁটে দিচ্ছেন সিসিটিভি ক্যামেরার গায়ে। অর্থাৎ ক্যামেরা ঢেকে দেওয়া হচ্ছে। এড়িয়ে যাওয়া হচ্ছে নজরদারি।
বেলেঘাটার ৩৬ নং ওয়ার্ডের এক বুথ থেকে এমন ছবি প্রকাশ্যে আসতেই শোরগোল শুরু হয়ে গেছে। ওই চত্বর থেকে আগেই সিপিএম অভিযোগ করেছিল সিসিটিভি ঢাকার। অভিযোগের তির ছিল শাসকদলের দিকেই। তবে বুথের প্রিসাইডিং অফিসার নিজে সেই অভিযোগ অস্বীকার করেছিলেন। তিনি জানিয়েছিলেন সিসিটিভি সচল রয়েছে প্রথম থেকেই। তবে ফুটেজ সামনে আসতেই নতুন করে বিতর্ক শুরু হয়েছে।
বেলেঘাটার ওই ওয়ার্ডে সকাল থেকেই উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ উঠেছে, এজেন্টদেরও বসতে দেওয়া হচ্ছে না বুথে।
আদালতের নির্দেশ অনুযায়ী শান্তিপূর্ণ ও অবাধ ভোট সুনিশ্চিত করতে কলকাতার সমস্ত বুথেই সিসিটিভি ক্যামেরা বসিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। কিন্তু সেই সিসিটিভিই যদি এভাবে আড়ালে চলে যায় তবে ভোটের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।