শেষ আপডেট: 17th September 2024 15:22
দ্য ওয়াল ব্যুরো: সকাল সকাল ভিক্ষা করতে এসেছিলেন। তারপরই সরাসরি ঘরে ঢুকে আলমারি ভেঙে চুরির চেষ্টা করেন এক মহিলা। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় মুর্শিদাবাদে।
মঙ্গলবার মুর্শিদাবাদের ডালটনপুর বোলতলাপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। সাত সকালে এক মহিলা তাঁর দুই সন্তানকে নিয়ে ভিক্ষা করতে বেরিয়েছিলেন। স্থানীয়রা জানাচ্ছেন আব্বাস আলী নামে একজনের বাড়িতে ভিক্ষা চাইতে আসেন ওই মহিলা। কোনও সাহায্য করতে পারবেন না বলে বাড়ির লোকেরা মহিলাকে চলে যেতে বলেন।
কিছুক্ষণ পর হঠাৎ ভিক্ষা করতে আসা মহিলা ঘরে ঢুকে পড়েন। শুধু তাই নয়, আলমারির পাল্লা ভেঙে জিনিস হাতাতে যান। তখনই আওয়াজ শুনে বাড়ির মালিক ছুটে আসেন। দেখেন, আলমারির তিনটি পাল্লা ততক্ষণে ভেঙে ফেলা হয়েছে। মহিলা পালানোর চেষ্টা করলে হাতেনাতে ধরা পড়েন তিনি। এরপরই তাঁকে আটকে রাখা হয়।
ওই বাড়ির এক মহিলার কথায়, 'আমি ঘরে ছিলাম। তখনই ভিক্ষা চেয়ে ওই মহিলা দুই সন্তানকে নিয়ে ঘরে ঢোকে। ঘরে কেন ঢুকেছে জিজ্ঞেস করতেই বলেন টাকা চাইতে এসেছেন। বললাম বাড়িতে এখন লোক নেই। চলে যান। তারপরই আমি সরে গেলে হঠাৎ আওয়াজ শুনে ঘরে গিয়ে দখি আলমারি ভাঙা হয়ে গেছে। তখনই সঙ্গে সঙ্গে ধরে ফেলি।'
ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হরিহরপাড়া থানা এলাকায়। পুলিশকে খবর দেওয়া হলে ওই মহিলা-সহ তাঁর দুই সন্তানকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। ঘটনার পর পরই এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।