শেষ আপডেট: 22nd December 2023 15:53
দ্য ওয়াল ব্যুরো: সীমান্তের বজ্র আঁটুনি এবার আরও শক্তিশালী করার উদ্যোগ বিএসএফের।
অদূর ভবিষ্যতে কাঁটাতার একটু নড়লেই মুহূর্তে ধেয়ে যাবে প্রশিক্ষিত মৌমাছির দল। জঙ্গি মোকাবিলায় বিএসএফ যেভাবে সার্জিক্যাল স্ট্রাইক চালায় অনেকটা সেই কায়দায় পিছু ধাওয়া করে চোরাচালানকারী বা অনুপ্রবেশকারীদের উপর ঝাঁপিয়ে পড়বে এই প্রশিক্ষিত মৌমাছিরা।
বিএসএফ সূত্রে খবর, ভারত বাংলাদেশ সীমান্তের নদিয়ায় চলছে এই 'জৈব প্রতিরক্ষা' মহড়ার কাজ। নদিয়ার কৃষ্ণগঞ্জ ব্লকের কাঁদিপুর গ্রাম লাগোয়া অংশে কাঁটাতারের যে বেড়া রয়েছে সেখানে শুরু হয়েছে চাষ। কাঁটাতারের পাশেই বসানো হয়েছে মৌমাছির খাঁচা।
কীভাবে আক্রমণ চালাবে প্রশিক্ষিত মৌমাছিরা? বিএসএফের দাবি, কাঁটাতারের গা ঘেঁষে বসানো থাকবে মৌমাছির বাক্সগুলি। কাঁটাতার সামান্যতম নড়ে উঠলেই ধেয়ে যাবে প্রশিক্ষত এই মৌমাছিরা।
সূত্রের খবর, মৌমাছি চাষের পাশাপাশি সীমান্ত এলাকার মানুষের সঙ্গে বাহিনীর সম্পর্ককে আরও নিবিড় করে তুলতে ভেষজ উদ্ভিদ চাষেরও উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে কৃষ্ণগঞ্জ ব্লকের সীমান্ত লাগোয়া এলাকায় বিভিন্ন ভেষজ উদ্ভিদ চাষের কাজও শুরু হয়েছে।
স্থানীয়দের দিয়ে তুলসী, অ্যালোভেরা, শতমূলী মতো বিভিন্ন ভেষজ উদ্ভিদ চাষ শুরু করেছে বিএসএফ। এর ফলে সীমান্ত এলাকায় কর্মসংস্থান তথা স্থানীয়দের আয় বৃদ্ধিও হবে বলে মনে করছেন বিএসএফ কর্তারা।
বিএসএফের দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের ডিআইজি একে আর্য বলেন,"আমরা সীমান্ত এলাকায় জৈব প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলছি। একইসঙ্গে ভেষজ উদ্ভিদের চাষ শুরু করা হয়েছে। সফল হলে আগামী দিনে সীমান্তের বৃহত্তর এলাকায় এই ব্যবস্থা কার্যকর করা হতে পারে।"