শেষ আপডেট: 26th May 2024 21:28
দ্য ওয়াস ব্যুরো: দ্রুত গতিতে স্থলভাগের দিকে ধেয়ে আসছে রেমাল।
হাওয়া অফিস জানাচ্ছে, রবিবার রাত সাড়ে এগারোটা নাগাদ 'ল্যান্ডফল' শুরু হবে রেমালের। ইতিমধ্যে তার দাপটে উত্তাল হয়ে উঠেছে আবহাওয়া। ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে দক্ষিণ গাঙ্গেয়বঙ্গের দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগণা, হাওড়া, হুগলি ও কলকাতায়। রাজ্য সরকারের তরফে কন্ট্রোল রুম খোলার পাশাপাশি উপকূলবর্তী এলাকার মানুষজনকে নিরাপদস্থানে সরিয়ে আনা হয়েছে।
এবার রাজভবনের তরফেও ঝড়কে ঘিরে জনসাধারণকে সাহায্য করার জন্য একটি টাস্ক ফোর্স গঠন করা হল।
রবিবার সন্ধেয় রাজভবনের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, জনসাধারণের জন্য রাজভবন রাতভর খোলা রাখা হচ্ছে। রাজ্য এবং কেন্দ্রের বিপর্যয় মোকাবিলা বাহিনীর পাশাপাশি রাজভবনে ফোন করে সাহায্য চাইতে পারেন সাধারণ মানুষও।
এছাড়াও দুর্যোগের কারণে দুটি অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে রাজভবনে। চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য রাজভবনে বিশেষ মেডিকেল টিমও গড়া হয়েছে।
বিবৃতিতে রাজভবনের তরফে ঝড় সম্পর্কে মানুষকে সতর্ক করে বলা হয়েছে, নিরাপদ দূরত্বে থাকুন এবং প্রয়োজনে স্থানীয় কর্তৃপক্ষর কাছে সাহায্য চান।
রাজ্যপাল সিভি আনন্দ বোস মনে করছেন, বাংলার মানুষ শক্তহাতেই দুর্যোগের মোকাবিলা করতে পারবেন।