শেষ আপডেট: 23rd October 2024 18:03
দ্য ওয়াল ব্যুরো: দানার দাপটে ধাক্কা খেল বিজেপির শীর্ষ নেতা তথা্ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কলকাতা সফর।
গত ১৬ অগস্ট থেকে দেশজুড়ে সদস্য সংগ্রহ অভিযানে নেমেছে বিজেপি। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ২৪ অক্টোবর কলকাতায় আসার কথা ছিল শাহের। ওই দিনই রাজ্যে দলের সদস্য সংগ্রহ অভিযানের আনুষ্ঠানিক সূচনা করার কথা ছিল তাঁর।
সেজন্য প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল সল্টলেকের পূর্বাঞ্চল সাংস্কৃতিক কেন্দ্রে। তবে ঘূর্ণিঝড় দানার দাপটে ওই কর্মসূচি পিছিয়ে দিয়েছে পদ্ম শিবির। জানা যাচ্ছে, বৃহস্পতিবারের পরিবর্তে শনিবার রাতে কলকাতায় আসছেন অমিত। পরের দিন রবিবার বাংলায় দলের সদস্য সংগ্রহ অভিযানের সূচনা করার পাশাপাশি তিনি রাজ্যের আরও কয়েকটি অনুষ্ঠানে যোগ দেবেন।
দলীয় সূত্রের খবর, ২৭ অক্টোবর দলের সদস্য সংগ্রহ অভিযানের সূচনা করার পাশাপাশি রাজ্য নেতৃত্বর সঙ্গে সাংগঠনিক বৈঠকও করতে পারেন অমিত। ওই দিনই কল্যাণীতে বাংলাদেশ সীমান্ত এলাকায় একটি অনুষ্ঠানে যোগ দিতে পারেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। এছাড়াও আরামবাগে একটি সমবায় মন্ত্রকের অনুষ্ঠানে যাওয়ার কথা রয়েছে তাঁর।
কর্মসূচি পিছিয়ে দেওয়া প্রসঙ্গে দলের রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য জানিয়েছেন, ঘূর্ণিঝড় দানার প্রভাবে রাজ্যের একাধিক জেলায় ক্ষয়ক্ষতির সম্ভাবনা তৈরি হয়েছে। তাই দলের কর্মসূচি পিছিয়ে দিয়ে দুর্যোগের সময় নেতৃত্বকে এাকার মানুষের পাশে থাকার কথা বলা হয়েছে।
এর আগে ২০১৯ সালে লোকসভা ভোটের মুখে সদস্য সংগ্রহ অভিযান করেছিল বিজেপি। প্রতি ৬ বছর অন্তর এই সদস্য অভিযান করে থাকে পদ্ম শিবির। গত ১৬ অগস্ট থেকে দেশজুড়ে সদস্য সংগ্রহ অভিযানে শুরু হয়েছে। এবার বাংলাতেও আনুষ্ঠানিকভাবে তা শুরু হতে চলেছে।
২৬ এ বিধানসভা ভোট। নেতৃত্বরা মনে করছেন, সদস্য অভিযান ঠিকভাবে করা গেলে আগামী বিধানসভায় বাংলায় ভাল ফল হতে পারে।