শেষ আপডেট: 26th September 2024 19:29
দ্য ওয়াল ব্যুরো: 'কথায় কথায় কোর্টে চলে গেলেই হবে না, সাধারণ মানুষের কথাও ভাবুন। দায়িত্বশীল হন।' বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
সম্প্রতি নদিয়ার রানাঘাটের একটি পুজো কমিটির ১১২ ফুটের দুর্গা প্রতিমা তৈরিকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে। মামলা গড়িয়েছে কলকাতা হাইকোর্টে। এদিন প্রশাসনিক বৈঠকের শেষে সাংবাদিক বৈঠকে ওই প্রসঙ্গের অবতারণা করেন রাজ্যের প্রশাসনিক প্রধান।
মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন, "১১২ ফুট প্রতিমা করলে কেউ পদপিষ্ট হলে তার দা.য়িত্ব কে নেবে?"
জবাবও দিয়েছেন নিজেই। মুখ্যমন্ত্রী বলেন, "১১২ ফুট কেন ৪১২ ফুটের প্রতিমা হোক, আপত্তি নেই। কিন্তু সেই প্রতিমা দেখতে গিয়ে যদি মানুষ মারা যায়? সেখানে মানুষের এন্ট্রি এক্সিটের পর্যাপ্ত জায়গা রয়েছে। শুধু পুজো করলে হবে না, দায়িত্বশীল হয়ে করতে হবে। এমন কিছু করবেন না যাতে মানুষ পদপিষ্ট হয়ে মারা যাক।"
এই প্রসঙ্গেই নাম না করে সিপিএম নেতা তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যকেও আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, "কোর্টে গিয়ে সারাক্ষণ রাজনীতির কচকচানি। এভাবে মানুষকে বিপদে ফেলবেন না।" প্রশ্ন ছুড়েছেন, "অনেক বড় বড় কথা বলেন। আপনি যখন মেয়র ছিলেন কলকাতায় চার দিন জল জমে থাকতো কেন?"