শেষ আপডেট: 30th August 2023 10:36
দ্য ওয়াল ব্যুরো: এশিয়া কাপ (Asia Cup) খেলতে পাকিস্তানে যাবে না ভারতীয় ক্রিকেট দল, প্রথম থেকেই এই অবস্থানে স্থির ছিল বিসিসিআই (BCCI)। এই নিয়ে অনেক জলঘোলা, তর্ক বিতর্ক, বৈঠক শেষে ঠিক হয় ভারত এশিয়া কাপের ম্যাচগুলো খেলবে শ্রীলঙ্কায়। কিন্তু ভারতীয় বোর্ডের কেউ আয়োজক দেশ পাকিস্তানে খেলা দেখতে যাবেন কিনা সেই নিয়ে জল্পনা চলছিল। অবশেষে সেই জট কাটল। বিসিসিআইয়ের সভাপতি রজার বিনি (BCCI president Roger Binny) ও সহ-সভাপতি রাজীব শুক্লা যাচ্ছেন পাকিস্তানে।
রীতি অনুযায়ী, পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে বিসিসিআইয়ের সব সদস্যকেই আমন্ত্রণ জানানো হয়েছিল। সেই আমন্ত্রণ গ্রহণ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। জানা গেছে, এশিয়া কাপ দেখতে পাকিস্তান যাবেন বিনি ও শুক্লা। কিন্তু উদ্বোধনী অনুষ্ঠানে তাঁরা উপস্থিত থাকছেন না।
আরও জানা গেছে, ৪ সেপ্টেম্বর লাহোরে যাবেন তাঁরা। সেখানে দুটি ম্যাচ দেখবে বিনি ও শুক্লা। ৭ সেপ্টেম্বর ভারতে ফিরবেন তাঁরা। উল্লেখ্য, ২০০৮ সালে মুম্বই হামলার পর থেকেই ভারত-পাক সম্পর্ক তলানিতে ঠেকেছে। সেই থেকে বন্ধ দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজও। ২০০৮ সালের পর থেকে কোনও বোর্ড সভাপতিও পাকিস্তানে যাননি।
আরও পড়ুন: মিয়ামিতে মেসির বডিগার্ডই আলোচনায়! জানেন কে তিনি, কীই বা তাঁর পরিচয়