শেষ আপডেট: 30th August 2023 10:56
দ্য ওয়াল ব্যুরো: আসন্ন এশিয়া কাপ (Asia Cup) নিয়ে জট যেন কেটেও কাটছে না। এবারের এশিয়া কাপ আয়োজক দেশ পাকিস্তানে খেলতে যেতে নারাজ ভারত! তাই নিয়ে চলছে দুই দেশের মধ্যে দড়ি টানাটানি! পাকিস্তান ক্রিকেট বোর্ড, ভারতকে প্রস্তাব দেয় 'হাইব্রিড মডেল' (Hybrid model for Asia Cup 2023) অবলম্বন করতে। কয়েকটি সংবাদমাধ্যমে দাবি করা হচ্ছিল যে, পাকিস্তানের দাবি মেনে নিয়েছে বিসিসিআই (BCCI)। সূত্রের খবর, বিসিসিআই এই খবরের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছে। তাদের দাবি, এই খবরের কোনও ভিত্তি নেই। এখনও 'হাইব্রিড মডেল' নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।
চলতি বছরে এশিয়া কাপ আয়োজন করার দায়িত্ব রয়েছে পাকিস্তানের ওপর। কিন্তু ভারতীয় দলকে পাকিস্তানে পাঠাতে রাজি নয় বোর্ড। পিসিবি-বিসিসিআইয়ের মধ্যে এই চাপানউতোর শুরু হয়। দ্বিপাক্ষিক বৈঠকেও মেলেনি রফাসূত্র।
তারপরই সামনে আসে হাইব্রিড মডেল প্রসঙ্গ। পিসিবি প্রস্তাবিত এই মডেলে দু'টি পর্যায়ে হতে পারে এশিয়া কাপ। প্রথম পর্যায়ে ভারত ছাড়া বাকি ৫ দল পাকিস্তানের মাটিতে ৪টি ম্যাচে অংশ নেবে। এরপর ভারত-সহ সব দল দ্বিতীয় ভেন্যুতে গিয়ে টুর্নামেন্টের বাকি অংশ খেলবে। সেই দ্বিতীয় ভেন্যু কোথায় হবে সেই নিয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।
পাকিস্তানের এই প্রস্তাবে এখনও রাজি নয় বিসিসিআই। সূত্রের খবর, আগামীকাল অর্থাৎ ২৮ মে রয়েছে আইপিএল ফাইনাল। সেই ম্যাচের পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ভারতীয় ক্রিকেট বোর্ড।
রিঙ্কুর জন্যই সুযোগ পেয়েছেন আইপিএলে খেলার! গুজরাতের মোহিত যেন 'ফিনিক্স পাখি'