শেষ আপডেট: 10th June 2023 10:37
ট্রাম্পের বাথরুমে বান্ডিল বান্ডিল ফাইল, কমোডের পাশে গড়াগড়ি খাচ্ছে পারমাণবিক কর্মসূচির নথি
দ্য ওয়াল ব্যুরো: আস্ত বাথরুমটা যেন অফিস ঘর। নথিপত্র রাখার গোপন কক্ষে পরিণত হয়েছে। বেসিনের পাশে বান্ডিল বান্ডিল ফাইল। খুলতেই চক্ষু চড়কগাছ এফবিআই-এর দুঁদে অফিসারদের। সবই দেশের গুরুত্বপূর্ণ ও গোপন নথিপত্র। সামরিক পরিকল্পনা, অস্ত্রশস্ত্র কেনার চুক্তিপত্র তার মধ্যে ঠাসা। কমোডের পাশে গড়াগড়ি খাচ্ছে পারমাণবিক কর্মসূচির গোপন নথিপত্র।
যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) বিরুদ্ধে রাষ্ট্রের শত শত সরকারি স্পর্শকাতর নথিপত্র যথাযথভাবে না রাখার অভিযোগ আনা হয়েছে। এসব নথির মধ্যে পারমাণবিক কর্মসূচির গোপন নথি এবং সামরিক পরিকল্পনার কাগজপত্রও রয়েছে। ট্রাম্প এসব গোপন নথি চুরি করেছেন বলে অভিযোগ দায়ের হয়েছে। এই বিষয়ে নতুন করে মামলাও ঠুকেছে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের সরকার। সেই সূত্রেই ট্রাম্পের প্যালেসে হঠাৎ অভিযান চালিয়ে রীতিমতো ভিরমি খেয়ে গেছেন এফবিআই-এর অফিসাররা। তাঁদের দাবি, দেশের যত জরুরি ও গোপন নথিপত্র আছে, তা সবই নাকি বাথরুমে লুকিয়ে রেখেছেন ট্রাম্প। সেখানে থরে থরে কাগজপত্র, ফাইল সাজানো আছে। সেসব খুলে দেখছেন অফিসাররা।

ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। ক্যাপিটল হিলস হামলায় উস্কানি, পর্ন তারকাকে ঘুষ, আয়কর জালিয়াতি, বিচারব্যবস্থার উপর প্রভাব বিস্তারের চেষ্টা, বিদেশি রাষ্ট্রপ্রধানদের দেওয়া উপহার সরকারি কোষাগারে জমা না দেওয়া! যে ৩৭ দফা অভিযোগ আনা হয়েছে, তার মধ্যে রয়েছে, তিনি ফ্লোরিডার বাসভবনে সরকারি গোপন কাগজপত্র রেখেছিলেন। এসব কাগজপত্রের কিছু রাখা হয়েছিল বল রুমে এবং কিছু বাথরুমে।

২০২১ সালের ২০ জানুয়ারি সরকারি ভাবে আমেরিকার প্রেসিডেন্ট পদে মেয়াদ শেষ হয়েছিল ট্রাম্পের। মার্কিন যুক্তরাষ্ট্রের দেশের প্রেসিডেন্সিয়াল রেকর্ডস অ্যাক্ট অনুযায়ী, প্রেসিডেন্টপদে মেয়াদ শেষের পরে কেউ কোনও সরকারি নথি ব্যক্তিগত হেফাজতে রাখতে পারেন না। কিন্তু অভিযোগ, হোয়াইট হাউস ছাড়ার সময়ে নাকি ব্যক্তিগত চিঠিপত্রের সঙ্গে গুরুত্বপূর্ণ এবং গোপনীয় নানা সরকারি নথি সঙ্গে করে নিয়ে চলে গিয়েছিলেন ট্রাম্প। রেখেছিলেন ফ্লোরিডার পাম বিচে তাঁর বাড়ি মার-আ-লাগো রিসর্টে।

ডোনাল্ড ট্রাম্প হচ্ছেন প্রথম সাবেক কোন প্রেসিডেন্ট, যার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের হয়েছে। ৪৯ পৃষ্ঠার অভিযোগ পত্রে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প যেসব স্পর্শকাতর নথিপত্র তার বাসায় রেখেছিলেন, তার মধ্যে রয়েছে-যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র কর্মসূচির কাগজপত্র, আমেরিকা এবং বিদেশি রাষ্ট্রগুলোর প্রতিরক্ষা এবং সামরিক অস্ত্রশস্ত্র সম্পর্কিত গোপন নথি, দেশের নিরাপত্তা সংক্রান্ত জরুরি তথ্য এবং কোনও দেশ আক্রমণ হলে তার থেকে বাঁচার উপায় হিসেবে সামরিক পরিকল্পনার অত্যন্ত গোপন তথ্য।
গন্ডগোল শুরু হতেই নির্বাচন কমিশন সর্বদল ডাকল, রাজ্যপালের প্রশ্নের মুখে রাজীব সিনহা