শেষ আপডেট: 10th September 2024 22:00
দ্য ওয়াল ব্যুরো: আগেরবার পালিয়েছিল আদালত থেকে। এবার পালাল শৌচাগারে যাওয়ার নাম করে!
হুগলির বলাগড়ের কুখ্যাত চোর বাসুদেব মণ্ডলের খোঁজে হন্যে হয়ে তল্লাশি অভিযানে নেমেছে রাজ্যের একাধিক থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, শুধু অন্যের সামগ্রী চুরিই নয়, সুন্দরী মেয়েদের মন চুরিতেও বেশ নামডাক রয়েছে এই বাসুর!
কলকাতা থেকে জেলা, একাধিক থানায় বাসুর বিরুদ্ধে রয়েছে ১৪টি চুরির মামলা। সম্প্রতি একটি চুরির সূত্র ধরে কলকাতার বাগুইআটি থানার পুলিশ বাসুকে পাকড়াও করেছিল। পরে আদালতের অনুমতি সাপেক্ষে বাসুকে বর্ধমানের জামালপুর থানার পুলিশ নিয়ে যাচ্ছিল। পথে শৌচাগারে যাওয়ার নাম করে গত ৯ জুলাই পুলিশি হেফাজত থেকে পালিয়ে যায় সে।
ঘটনার সত্যতা স্বীকার করে নিয়ে পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার আমন দীপ বলেন, ‘‘পুলিশের ঘেরাটোপ থেকে অভিযুক্ত পালিয়ে গিয়েছে। ওর খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে।’’
পুলিশ সূত্রের খবর, জেরায় এর আগে বাসু নাকি জানিয়েছিল, তাঁর একাধিক প্রেমিকা। তাঁদের নানা রকম গিফট কিনে দিতে হয়। সেজন্যই নাকি কখনও সে আইফোন, কখনও ল্যাপটপ চুরি করে। এজন্য কখনও সে সব্জি বিক্রেতা কখনও বা কলের মিস্ত্রি সেজে আগে এলাকা রেইকি করে আসে। তারপর নির্দিষ্ট দিনে সংশ্লিষ্ট বাড়িতে অপারেশন করত। সম্প্রতি বাগুইআটির তেমনই একটি বাড়িতে অপারেশন করতে গিয়ে পুলিশের জালে ধরা পড়েছিল কুখ্যাত বাসু।