শেষ আপডেট: 8th January 2025 16:48
দ্য ওয়াল ব্যুরো: ৫ হাজার টাকার বিনিময়ে পঞ্চায়েত সমিতির মহিলা সভাপতির অশ্লীল ছবি দিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট করে গ্রেফতার এক। এই ঘটনায় বাংলাদেশ যোগ রয়েছে বলেও দাবি করা হয়েছে। পঞ্চায়েত সমিতির মহিলা সভাপতির বক্তব্য, তিনি ষড়যন্ত্রের শিকার।
বাদুড়িয়া পঞ্চায়েত সমিতির সভাপতি কুহেলিকা পারভিনের অশ্লীল ছবি ভাইরাল করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ঘটনায় কলকাতার তপসিয়া অঞ্চল থেকে উমেশ খান নামে এক কলেজ পড়ুয়াকে বসিরহাট সাইবার ক্রাইম থানা গ্রেফতার করে। এই প্রেক্ষিতে কুহেলিকার বক্তব্য, কিছু ষড়যন্ত্রকারী এই ধরনের ঘটনা ঘটাচ্ছে তাঁকে এবং দলকে কালিমালিপ্ত করার জন্য।
পারভিন বলছেন, ''আমি একজন মহিলা, আমার আট বছরের সন্তান আছে। গ্রাম বাংলা থেকে উঠে এসেছি রাজনীতিতে। পরপর দু'বার বাদুড়িয়া পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছি। এই ধরনের নোংরা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আমাদেরকে কালিমালিপ্ত করার চেষ্টা চলছে। রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার নারী সুরক্ষার কথা বলছেন, আর এরা রাজনৈতিকভাবে না পেরে ষড়যন্ত্র করে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে।''
এই বিষয়টি নিয়ে বসিরহাট বাদুড়িয়া পৌরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য সহ ১৭ জন তৃণমূলের কাউন্সিলর, বাদুড়িয়া পঞ্চায়েত সমিতির সভাপতি, ১৪টি গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ বাদুড়িয়া ব্লকের সমস্ত জনপ্রতিনিধি এবং প্রশাসনিক পদে থাকা তৃণমূলের নেতারা সাংবাদিক সম্মেলন করেন। তাঁদের সাফ কথা, ২৫ বছর ধরে রাজনীতি করছেন তাঁরা, আন্দোলন থেকে উঠে এসেছেন। কিন্তু এই রকম নোংরামো দেখেননি। তাঁদের দাবি, জেলায় একটি সোশ্যাল মিডিয়ার ব়্যকেট চলছে। মূল অভিযুক্তকে অবিলম্বে গ্রেফতার করতে হবে।