শেষ আপডেট: 5th July 2024 20:08
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: গায়ের প্রবল জ্বর, ব্যাথা, সঙ্গে বমি, পেট খারাপ, এইসব উপসর্গ নিয়ে বসিরহাট হাসপাতালে রোগীর ভিড় বাড়ছে। তাই ডেঙ্গি আতঙ্ক ছড়িয়েছে সুন্দরবনের ১০টি ব্লকের। ইতিমধ্যে ৫০ জন ভর্তি হয়েছে। এমন অবস্থায় মানুষকে সচেতন করতে শুরু করলেন স্বাস্থ্য আধিকারিকরা।
বসিরহাট স্বাস্থ্য জেলার সীমান্ত থেকে সুন্দরবনের ১০ টি ব্লকের বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যে হাসপাতালে বহির্বিভাগে লম্বা লাইন দেখা দিয়েছে জ্বরে আক্রান্তদের। বসিরহাট স্বাস্থ্য জেলার পক্ষ থেকে স্বাস্থ্যকর্মীরা বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। মানুষকে সচেতন করার পাশাপাশি গ্রামে গিয়ে জ্বরে আক্রান্তদের নাম পরিচয় পত্রসঠিক ঠিকানা মোবাইল নাম্বার নিয়ে লিপিবদ্ধ করছেন তাঁরা।
বসিরহাট স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক রবিউল ইসলাম গায়েন বলেন, '' ইতিমধ্যে আমরা সব রকম ব্যবস্থা নিয়েছি। আগে থাকতেই বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্র ব্লক হাসপাতালগুলি প্রস্তুত থাকতে বলা হয়েছে। কোনও রোগী জ্বর নিয়ে এলে রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।"