শেষ আপডেট: 10th September 2024 10:09
দ্য ওয়াল ব্যুরো: অনলাইন প্রতারণায় ৪৮ লক্ষ টাকা খুইয়েছিলেন ব্যারাকপুরের এক ব্যক্তি। দুরন্ত দক্ষতার পরিচয় দিয়ে সেই টাকা ফিরিয়ে আনল পুলিশের সাইবার ক্রাইম বিভাগ। খোয়া যাওয়া টাকা তাঁর হাতে তুলেও দিল ব্যারাকপুর কমিশনারেট।
জানা গেছে, সিবিআই অফিসার পরিচয় দিয়ে ব্যারাকপুরের তালবাগানের বাসিন্দা সুরজ দত্তর কাছে ফোন এসেছিল ২ জুলাই। বেসরকারি সংস্থার কর্মী সুরজকে বলা হয়, রাজকুন্দন মানি লন্ডারিং নামে কোনও মামলায় জড়িত আছেন তিনি। সেই মামলা থেকে অব্যাহতি পেতে ৪৮ লক্ষ টাকা চাওয়া হয় তাঁর কাছ থেকে।
সুরজ জানিয়েছেন, যে নম্বর থেকে ফোন এসেছিল, ট্রু-কলারে সেটি মুম্বইয়ের বরিভেলি পুলিস স্টেশন বলে দেখিয়েছিল। এর পরেই ভাল করে কিছু যাচাই না করে, ভয় পেয়ে তিনি অনলাইনে সেই টাকা পাঠিয়ে দেন। এর পরেই তিনি বুঝতে পারেন, প্রতারণার শিকার হয়েছেন। তার পরে টিটাগড় থানায় অভিযোগ লিখিয়ে আসেন।
সাইবার বিভাগের গোয়েন্দাদের হাতে যায় তদন্তভার। জানা যায়, ওই টাকা মুম্বইয়ের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ট্রান্সফার হয়েছে। সঙ্গে সঙ্গে তদন্তকারীরা ওই ব্যাঙ্কের ম্যানেজারকে টেলিফোন করেন। পরে সেই টাকা উদ্ধারও করেন। সোমবার ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া নিজে সুরজ দত্তের হাতে উদ্ধার হওয়া ৪৮ লক্ষ টাকার চেক তুলে দেন।
সুরজ বলেন, 'ফোন করে এমনভাবে কথা বলল আমার সঙ্গে, আমি ভেবেছিলাম সত্যিই কোনও মামলায় ফেঁসে গিয়েছি। আমার আধার কার্ডও দেখিয়েছে ওরা, অর্থাৎ সেটা ক্লোন করা হয়েছে। ওই ভদ্রলোক নিজেকে অফিসার পরিচয় দিয়ে ইংরেজিতে এত স্মার্টলি কথা বলছিল, আমিও ধন্দে পড়ে যাই। তখন টাকা দিয়ে দিই।'