শেষ আপডেট: 2nd August 2024 16:36
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: গলায় কইমাছ আটকে মৃত্যু হল এক যুবকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে জামালপুরের তেলে গ্রামে। মৃতের নাম সাগর রায় (৩৫)।
বৃহস্পতিবার রাতে বর্ধমানে ডাক্তার দেখিয়ে স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরছিলেন সাগর। জৌগ্রাম স্টেশনে রাত ৮ টার সময় ট্রেন থেকে নেমে স্বামী স্ত্রী দুজনে তেলে গ্রামে বাড়ির দিকে হাঁটা দেন। প্রচণ্ড বৃষ্টিতে ততক্ষণে জল জমে গেছে রাস্তায়।মৃতের এক আত্মীয় ধলা রায় জানান, রাস্তায় কইমাছের ঝাঁক দেখে সাগর প্রথমে দু'হাতে দু'টি মাছ ধরেন। পরে রাস্তায় আরেকটি কই মাছ দেখতে পান। তখন হাতে থাকা একটি মাছকে মুখে রেখে রাস্তার মাছটি ধরেন। অসাবধানতায় মুখের মাছটি কোনওভাবে গলায় চলে যায়।
পরিস্থিতি দেখেই চিৎকার শুরু করেন সাগরের স্ত্রী। আশেপাশের লোকজন ছুটে এসে তড়িঘড়ি সাগরকে জামালপুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। কিন্তু শেষরক্ষা হয়নি। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মারা যান সাগর। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
সাগরের বাড়ি হুগলির পাণ্ডুয়ার রামবোয়া গ্রামে। সস্ত্রীক বাড়ি ভাড়া নিয়ে থাকতেন জৌগ্রামের তেলে গ্রামে। পারিবারিক সূত্রে জানা গেছে, বছর ছয়েক আগে বিয়ে করেন। বর্তমানে তার স্ত্রী অন্তঃসত্ত্বা। জৌগ্রাম ঝাপানডাঙা এলাকায় শ্বশুরবাড়ির পাশের পাড়াতেই ভাড়া থাকতেন। ছেলের অকস্মাৎ মৃত্যুর খবরে শোকে ভেঙে পড়েন মা লক্ষ্মী রায়। বলেন, "কই মাছ ধরে মুখে রেখেছিল। তাতেই এই ঘটনা। পাকা রাস্তায় কই মাছ উঠে এসেছিল। খালি হাতে ধরছিল সেই মাছ। হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো গেল না।"