শেষ আপডেট: 11th June 2021 04:18
দ্য ওয়াল ব্যুরো: মুম্বইয়ের থানেতে ২৭ বছরের এক তরুণীর হাত থেকে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় বাইক আরোহী দুষ্কৃতীরা। বুধবার সন্ধ্যার এই ঘটনায় সেই ফোনটি উদ্ধার করতে গিয়েই চলন্ত অটো থেকে পড়ে মৃত্যু হয় তরুণীর। মর্মান্তিক এই ঘটনায় শোকে ভেঙে পড়েন তরুণীর সহকর্মী। তিনিই গোটা ঘটনা জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেন। সূত্রের খবর, থানের একটা শপিং মলের স্পাতে কাজ করতেন ওই তরুণী। কাজের শেষে রাত আটটা নাগাদ অটো করে ফিরছিলেন। নিজে অটোর ধারে বসেছিলেন। পাশে বসা সহকর্মী বন্ধুর সঙ্গে ডানদিক ফিরে কথা বলছিলেন। হঠাৎই হাতে টান পড়ে, চকিতে দেখেন মোবাইলটা ছিনিয়ে নিয়েছে অটোর পাশে পাশে আসা বাইক আরোহী দুষ্কৃতীরা। তখুনি ঝুঁকে পড়ে দুষ্কৃতীদের হাত থেকে নিজের ফোন উদ্ধার করতে যান তরুণী। তাতেই বিপত্তি। চলন্ত অটো থেকে ভারসাম্য হারিয়ে তিনি পড়ে যান। মাথায় একাধিক চোট লাগে। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলে উপস্থিত সহকর্মী জানান, অটো তখন হাইওয়ের ওপর গতি বাড়িয়েছিল। সেই সময়েই দুষ্কৃতীরা বাইক নিয়ে কাছাকাছি চলে আসে। তাঁরা অটো থেকে কেউ লক্ষ্য করেননি। সেই অন্যমনস্কতার সুযোগেই হাতের ফোনটা ছিনিয়ে নেয় তারা। আর সেটা উদ্ধার করতে গিয়ে মারা যান তরুণী। বন্ধুর আফশোস তিনি থেকেও কিছু করতে পারলেন না। বড্ড দেরি হয়ে গেল। তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে বাইক শনাক্ত করে ফেলে। তারপর গ্রেফতার করা হয় অভিযুক্তগের। জানা গেছে, দুষ্কৃতীদের মধ্যে একজন অলকেশ পারভেজ আনসারি যার বয়স ২০ বছর। আরেকজনের সদ্য ১৮।