Date : 15th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
একটি গ্রাম পঞ্চায়েতেই ৪ হাজারের বেশি ভুয়ো জন্ম-মৃত্যু সার্টিফিকেট! হাইকোর্টে জানাল রাজ্যক্রিকেট বল খুঁজতে গিয়ে বাড়ি থেকে উদ্ধার ৭ বছর পুরনো মানব কঙ্কাল! হায়দরাবাদে রহস্যEng vs Ind: দাম পেল না জাদেজার অবিস্মরণীয় লড়াই, ২২ রানে হেরে গেল ভারতজাল রিফান্ড! একাধিক রাজ্যে অভিযান আয়কর বিভাগের, ধরা পড়ল হাজার কোটির কর ফাঁকিহিন্দমোটরের জমিতে বন্দে ভারত ট্রেন ও মেট্রোর কোচ তৈরির কারখানা, জমি লিজে দিচ্ছে রাজ্য সরকারমহাকাশে ১৮ দিন কাটিয়ে ফিরছেন শুভাংশু, ২২ ঘন্টার দীর্ঘ পথ চেয়ে অধীর আগ্রহে অপেক্ষায় দেশবাসীবলিউডে আউটসাইডার ইনসাইডারি গেমটার বিষয়ে আমি প্যান্ডেমিকের পর থেকে শুনছি'মাকু' লোকজন মিশে গেছে! চাকরিহারাদের 'খোলা চিঠি' দিয়ে বিশেষ বার্তা শুভেন্দুর'বাবাকে সবচেয়ে বেশি ভালবাসতেন, অপমান থেকে বাঁচতে সেই খুন করল?' প্রশ্ন তুলছেন রাধিকার বান্ধবীকোর্টের নির্দেশে মুম্বইয়ে মসজিদ মিনার মাইকহীন, আজান শোনাচ্ছে অনলাইন অ্যাপ, বাড়ির স্পিকার
Asansol Clash

জমি বিবাদের জের! আসানসোলের রাস্তায় তরোয়াল হাতে তাণ্ডব দুই প্রতিবেশীর, তারপর…

স্থানীয় সূত্রে খবর, কুলটির মনোবেড়িয়া এলাকায় দুই পরিবারের ঝামেলা নতুন নয়।

জমি বিবাদের জের! আসানসোলের রাস্তায় তরোয়াল হাতে তাণ্ডব দুই প্রতিবেশীর, তারপর…

জমি বিবাদকে কেন্দ্র করে আসানসোলের রাস্তায় ধুন্ধুমার

শেষ আপডেট: 17 November 2024 12:57

দ্য ওয়াল ব্যুরো: বাড়ি তৈরি নিয়ে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো রণক্ষেত্রের চেহারা নিল আসানসোল। অভিযোগ, প্রথমে কথা কাটাকাটি হলেও পরে তরোয়াল হাতে রীতিমতো যুদ্ধ শুরু করেন প্রতিবেশী দুই পরিবারের সদস্যরা। ওঠে গুলি চালানোর অভিযোগও। ঘটনায় উভয়পক্ষের তিন জন আহত হয়েছেন। তাঁদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা পর্যন্ত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দু’জনকে আটক করে তদন্ত শুরু করেছে বলে খবর।

স্থানীয় সূত্রে খবর, কুলটির মনোবেড়িয়া এলাকায় দুই পরিবারের ঝামেলা নতুন নয়। অভিযোগ, দুই বাড়ির মাঝে একটা কমন জায়গা আছে। যার দাবি নিয়েই দুই পরিবারের মধ্যে অশান্তির শুরু। এতদিন স্থানীয়রা বিষয়টি সামাল দিলেও রবিবার কোনওভাবেই আটকানো যায়নি যুদ্ধ। এবার একেবারে তরোয়াল ও বন্দুক হাতে রাস্তায় নেমে হাতাহাতিতে জড়িয়ে পড়ে দু’‌পক্ষ।

পুলিশ সূত্রে খবর, এদিন জমি নিয়ে বিবাদ চরমে ওঠে। প্রথমে কথা কাটাকাটি হলেও পরে তরোয়াল হাতে ছুটে আসে দু’পক্ষই। অশান্তির মধ্যে পড়েন দুই পরিবারের মহিলারাও। তাতে আরও সরগরম হয়ে ওঠে এলাকা। বিষয়টি নজরে আসতে থমকে দাঁড়িয়ে পড়েন পথচলতি মানুষও। ব্যহত হয় যান চলাচল। তবে গুলি চললেও তাতে কেউ হতাহত হয়নি বলে খবর।

আক্রান্ত প্রতিবেশী মহম্মদ শাহিদের অভিযোগ, তাঁর প্রতিবেশী নঈম আক্তার ও তার ছেলেরা রড, লাঠি দিয়ে মারধর করেছে। ছাড়া হয়নি বাড়ির মহিলাদেরও। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুজনকে আটক করলে দোষীদের কঠোর শাস্তির দাবিতে বরাকর কল্যানেশ্বরী রাস্তার মনবেড়িয়া মোড় সংলগ্ন এলাকায় রাস্তায় বসে বিক্ষোভ দেখায় শাহিদের পরিবার। পাশাপাশি একটি বন্দুক ও রাইফেল পুলিশ বাজেয়াপ্ত করেছে।

ঘটনাকে কেন্দ্র করে থমথমে এলাকা। নতুন করে সেখানে আর যাতে অশান্তি ছড়িয়ে না পড়ে সে কারণে বিশাল সংখ্যক পুলিশবাহিনী ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বলে খবর।


ভিডিও স্টোরি