আসানসোলে দুর্ঘটনার ছবি
শেষ আপডেট: 19 November 2024 15:21
দ্য ওয়াল ব্যুরো: বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই। অল্পের জন্য রক্ষা পেল আসানসোলগামী একটি লোকাল ট্রেন। সূত্রের খবর, মঙ্গলবার দুপুরে যশিডি থেকে শঙ্করপুর স্টেশনের মাঝে ঘটে যায় দুর্ঘটনা। লোকাল ট্রেনটি ঝাঁঝা থেকে আসানসোলের দিকে যাচ্ছিল। রেলগেট বন্ধ থাকলেও আচমকাই সেটা ভেঙে ঢুকে পড়ে একটি ট্রাক। তারপরই সজোরে গিয়ে লোকাল ট্রেনটিতে ধাক্কা মারে।
তবে এদিন ট্রাকের ধাক্কায় ট্রেনের প্রথম দিকের চারটি চাকা লাইনচ্যুত হয়ে গেলেও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি বলেই জানিয়েছেন আসানসোল ডিভিশনের ডিআরএম। দুর্ঘটনার জেরে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই লাইনে প্রায় তিন ঘণ্টা বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। পরে বিকেল সাড়ে পাঁচটার পর ফের ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
কীভাবে দুর্ঘটনা?
প্রত্যক্ষদর্শীদের মতে, মঙ্গলবার দুপুরে ডাউন ঝাঁঝা–আসানসোল লোকাল আসানসোলের দিকে যাচ্ছিল। ট্রেনটি যখন যশিডি এবং শঙ্করপুরের মাঝামাঝি জায়গায় ছিল তখন লেভেল ক্রসিংয়ের গেট ভেঙে একটি ট্রাক আচমকাই লাইনে চলে আসে এবং সজোরে ট্রেনে ধাক্কা মারে। ট্রাকের গতি এতটাই জোরাল ছিল যে, ট্রেনের ইঞ্জিনের চাকা মুহূর্তে বেলাইন হয়ে যায়। এই বিষয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, ‘দুপুর ২টো ৪০ মিনিট নাগাদ দুর্ঘটনা ঘটেছে। তার ফলে যাত্রী পরিষেবা কিছুটা ব্যাহত হয়। কীভাবে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।’
রেলের তরফে জানানো হয়েছে, এদিন দুর্ঘটনা সময় রেলগেট বন্ধই ছিল। অ্যাজবেস্টাস বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গেট ভেঙে রেললাইনে উঠে যায়। ট্রাকটিতে কোনও যান্ত্রিক সমস্যা হয়েছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
দুর্ঘটনার কারণে ট্রেনটি আসানসোলে আসতে পারেনি বলে খবর। পরে যাত্রীদের দুর্ভোগ দূর করতে বিকেল ৫টা ২০ মিনিট নাগাদ একটি বিশেষ ট্রেন আসানসোল থেকে বর্ধমানের উদ্দেশে চালানো হয়।
খবর পেয়ে আসানসোল থেকে সিনিয়র ডিভিশনাল ইঞ্জিনিয়ার বন্দনা কুমারীর নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌঁছয়। মধুপুর থেকে এসে পৌঁছন রেল আধিকারিক ও কর্মীরা। কীভাবে ঘটল দুর্ঘটনা তা জানতে রেলের তরফে বিভাগীয় তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে বলে খবর।