Date : 16th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
'হাফ মিনিস্টার এত হাওয়াই চটি ভালবাসলে...', বিধানসভা থেকে কাকে নিশানা মুখ্যমন্ত্রীরহাসিনাকে ট্রাইব্যুনালে হাজির হতে বললেন বিচারপতি, কাগজে বিজ্ঞপ্তি দিতে নির্দেশটিম বাসে রোহিতের ছেড়ে যাওয়া সিট ‘বুক’ করলেন কুলদীপ, কিন্তু কেন? জানালেন নিজেইইরান-ইজরায়েল থেকে দেশে ফিরতে উদগ্রীব ভারতীয়রা, নীরব দিল্লিমহিলা বিশ্বকাপে ভারত-পাকিস্তান মুখোমুখি হবে কলম্বোয়'পোস্টিং কি মেধাভিত্তিক হয়, নাকি...' অনিকেতদের মামলায় রাজ্যের থেকে রিপোর্ট চাইল হাইকোর্টবিধানসভার অধিবেশন পরিচালনার কাজে বাধা, সাসপেন্ড মনোজ-শঙ্কর, ওয়াকআউট বিজেপিরআমদাবাদের দুর্ঘটনায় মিলল বিমানের ককপিট ভয়েস রেকর্ডার, তদন্তে বড় অগ্রগতির আশাযান্ত্রিক ত্রুটি নাকি পাইলটের কোনও সিদ্ধান্ত? দুর্ঘটনার কারণ খুঁজতে আমদাবাদে বোয়িং বিশেষজ্ঞরাইরান ভারতীয় পড়ুয়াদের দেশে ফেরাচ্ছে সড়কপথে, আটকে ১০ হাজারের বেশি ছাত্র
TMC Capture

সহায় সম্বলহীন বৃদ্ধার ঘর দখল করে তৃণমূলের পার্টি অফিস! ভাড়া চাইতেই হুমকি দেওয়ার অভিযোগ 

বৈকুণ্ঠপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের হ্যাচারি রোডের বাসিন্দা পুষ্প চক্রবর্তীর বাড়ি ভাড়া নিয়ে ২০১৯ সালে তৈরি হয়েছিল তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়।

সহায় সম্বলহীন বৃদ্ধার ঘর দখল করে তৃণমূলের পার্টি অফিস! ভাড়া চাইতেই হুমকি দেওয়ার অভিযোগ 

বৃদ্ধার ঘর দখল করে তৃণমূলের পার্টি অফিস

শেষ আপডেট: 25 June 2024 15:05

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: এক সহায় সম্বলহীন বৃদ্ধার ঘর দখল করে পার্টি অফিস তৈরির অভিযোগ উঠল শাসকদলের  বিরুদ্ধে। ঘর দখলমুক্ত করার জন্য প্রশাসনের কাছে বারবার অভিযোগ জানিয়েছেন বৃদ্ধা। তবে এখনও কোনও ব্যবস্থা  হয়নি বলেই জানা গেছে।

বৈকুণ্ঠপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের হ্যাচারি রোডের বাসিন্দা পুষ্প চক্রবর্তীর বাড়ি ভাড়া নিয়ে ২০১৯ সালে তৈরি হয়েছিল তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়। স্থানীয় পঞ্চায়েত সদস্যা মিতা দাসের উদ্য়োগেই বাড়িটি ভাড়া নেওয়া হয়। পরপর দু'বছর নিয়মিত ভাড়াও পেয়েছেন পুষ্পদেবী। অভিযোগ, তারপর থেকেই বন্ধ হয়ে যায় ভাড়া। এখন এককথায় জবর দখল করে রাখা হয়েছে বৃদ্ধার ঘরটি। 

বর্তমানে ওই বৃদ্ধার শারীরিক অবস্থা খুবই খারাপ। শয্যাশায়ী অবস্থায় রয়েছেন তিনি। ভাড়া না পাওয়ায় চরম আর্থিক সংকটের মধ্যে রয়েছেন পুষ্পদেবী। বাড়িতে একাই থাকেন তিনি। তাঁর বোন মমতাদেবী মাঝেমধ্যে বুদবুদ থেকে এসে তাঁর দেখাশোনা করেন। তিনি বলেন, "মিতা দাসকে একাধিকবার জানিয়েছি। কিন্তু দিদি ভাড়া তো পাচ্ছেনই না। উল্টে হুমকি আসছে।" অসহায় হয়ে পুষ্পদেবী গোটা বিষয়টি জানিয়ে বর্ধমান ২ নম্বর ব্লকের বিডিও, পঞ্চায়েত সমিতি, থানা ও পঞ্চায়েত অফিসে চিঠি দিয়েছেন। কিন্তু সুরাহা হয়নি। এই অবস্থায় ঘর ফেরতের আর্জি জানাচ্ছেন বোন মমতাদেবীও। 

বৈকুণ্ঠপুর ২ পঞ্চায়েতের সদস্য মিতা দাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "২০১৯ সাল থেকে আমি সঠিক সময়ে ভাড়া দিয়ে আসছি। এটা একটা দলীয় কার্যালয়। মিথ্যা অভিযোগ করছেন। এভাবে দলীয় কার্যালয় বন্ধ করা যাবে না। একটা রুলিং পার্টির পার্টি অফিস, যেখানে একজন সদস্য বসেন, উনি বললেই অফিস বন্ধ করা যাবে না।"

মঙ্গলবার ফের বর্ধমান ২ নম্বর বিডিও অফিসে যান পুষ্প চক্রবর্তীর বোন মমতাদেবী। তাঁর অভিযোগ, মিতা দাসের লোকজন তখন তাঁকে হুমকি দেয়। তাই তাঁরা বিডিও দ্বারস্থ হন। বিডিও দিব্যজ্যেতি  দাস বলেন, "আমরা অভিযোগ পেয়েছি। ইতিমধ্যেই পঞ্চায়েত তদন্ত করেছে। শুনানির পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।" রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, "অভিযোগ যদি সত্যি হয় তাহলে দল যথাযথ ব্যবস্থা নেবে। তৃণমূল কারও সাথে অন্যায় হতে দেবে না।"


ভিডিও স্টোরি