শেষ আপডেট: 12th August 2024 17:00
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: আরজিকর মেডিক্যাল কলেজ হাসপাতালের স্নাতকোত্তর স্তরের পড়ুয়াকে ধর্ষণ ও খুনের অভিযোগে যখন গোটা রাজ্য তোলপাড়, তখন বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার হলেন বর্ধমানের এক তরুণী। বন্ধুকে মারধর করে ওই তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে তিন দুষ্কৃতীর বিরুদ্ধে। তিন অভিযুক্তকেই গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশসূত্রে জানা গিয়েছে, ৭ অগস্ট বুধবার বর্ধমান-নবদ্বীপ রোডের একটি জায়গায় ঘুরতে গিয়েছিল ওই নির্যাতিতা। এই সময় তিন দুষ্কৃতী ঘিরে ধরে তাদের। 'আপত্তিকর' অবস্থায় দেখা গেছে এই অজুহাতে তাদের কাছে টাকার দাবি করতে থাকে দুস্কৃতীরা। অভিযোগ, টাকা নেই, জানানোর পরেই মেয়েটির সঙ্গে অশালীন আচরণ করতে শুরু করে তারা। ছেলেটি বাধা দেওয়ার চেষ্টা করলে বেধড়ক মারধর করা হয় তাকে। তারপরেই তিনজনে মিলে মেয়েটিকে ধর্ষণ করে।
অভিঘাত কাটিয়ে ঘটনার তিনদিন পরে বাবা মাকে সঙ্গে নিয়ে বর্ধমান মহিলা থানায় অভিযোগ দায়ের করেন ওই তরুণী।অভিযুক্তদের বিরুদ্ধে ধর্ষণ এবং তোলাবাজির অভিযোগ করা হয়। অভিযোগ পেয়ে তিন অভিযুক্তকে শক্তিগড় থেকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম তাপস পণ্ডিত, সজল ঘটোয়াল এবং বিক্রম মালিক। পুলিশ জানিয়েছে, ইতিমধ্যে ওই তরুণীর মেডিকেল টেস্ট করা হয়েছে। নেওয়া হয়েছে জবানবন্দিও।
পূর্ব বর্ধমান জেলা পুলিশসুপার আমনদীপ জানিয়েছেন, ঘটনাটি ৭ তারিখের হলেও ১০ তারিখ অভিযোগ হয়েছে।মহিলা থানায় অভিযোগ দায়ের হবার পুলিশ দ্রুত পদক্ষেপ করে। ঘটনাস্থলের কাছাকাছি তিনটি থানাই তৎপর হয়। অভিযুক্ত তিনজনকে সেই রাতেই গ্রেফতার করা হয়েছে। ওই তিনজনের বিরুদ্ধে মেয়েটিকে গণধর্ষণের অভিযোগ আনা হয়েছে। ছেলেটিকেও তারা মারধর করে। তিনি বলেন,"অভিযুক্তদের টি আই প্যারেড করানো হবে। একটি স্পেশাল টিম গঠন করা হয়েছে। আমরা ফার্স্ট ট্র্যাক ট্রায়াল শুরু করতে চাই। যাতে গুরুতর এই অভিযোগের দ্রুত নিষ্পত্তি হয়।"