শেষ আপডেট: 28th October 2024 13:40
দ্য় ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন ডাক্তারদের আন্দোলনের সঙ্গে তাঁরা আর নেই। তিনি বলেন, "প্রথম দিন থেকেই ছিলাম, কিন্তু জুনিয়র ডাক্তাররা যেদিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সন্ধি করেছেন সেদিন থেকে ওদের সঙ্গে নেই। নো কম্প্রোমাইজ উইথ মমতা বন্দ্যোপাধ্যায়।"
ঝাড়খণ্ড যাওয়ার পথে সোমবার দুর্গাপুরের অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে নেমে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি। সেখানেই এই মন্তব্য করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আরজিকর কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্য়ায়কে ফের দায়ী করেন তিনি। তাঁর কথায়, "অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন হলে এই রাজ্যে আর ক্ষমতায় আসতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায়।"
ঝাড়খণ্ডে দলীয় প্রার্থীর মনোনয়ন জমা দিতে সোমবার অন্ডালের কাজি নজরুল ইসলাম বিমানবন্দর হয়ে সড়কপথে রওনা হন তিনি। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আসানসোলের চৌরঙ্গী হয়ে জামতোড়ার দিকে রওনা দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে তিনি নির্বাচনী প্রচারে যোগ দেবেন বলে সূত্রের খবর। যাওয়ার পথে চিত্তরঞ্জন রোডের চৌরঙ্গি মোড়ের সামনে দলের কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলেন তিনি।