শেষ আপডেট: 29th June 2024 19:16
দ্য় ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: দোকানের চাল ভেঙে ঢুকে ধীরেসুস্থে ফল খেয়ে চম্পট দিল চোর। শুধু তাই নয়, পাশের একটি মুদির দোকান থেকেও চুরি গেল সব।
আউশগ্রামের বড়াচৌমাথায় শুক্রবার রাতের অন্ধকারে দোকান ঘরের চালের অ্যাসবেস্টস ভেঙে ফলের দোকানে ঢোকে দুষ্কৃতীরা। তারপর রীতিমতো আয়েশ করে আপেল, আম, তরমুজ সবই খায়। বাদ যায়নি খেজুরও। এরপর পাশের একটি মুদির দোকান থেকে সমস্ত নিয়ে চম্পট দিল চোর।
শনিবার সকালে দোকান খুলতেই ফল ব্যবসায়ী বিপ্লব ঘোষ দেখতে পান তাদের দোকানের চাল ভাঙা এবং দোকানের জিনিসপত্র লন্ডভন্ড অবস্থায়। মুদিখানা ও ফলের দোকান থেকে ক্যাশ বাক্সও ফাঁকা করেছে চোরের দল। ফল ব্যবসায়ী বিপ্লব ঘোষ বলেন "দোকানটা করলাম ১৫ দিন হল, এর মধ্যেই চুরি। এলাকায় চুরি বেড়েছে খুব। চোর তরমুজ,খেজুর, আপেল খেয়েছে, আর কিছু টাকা ছিলো তাও নিয়ে গেছে।
অন্যদিকে মুদিখানা দোকানের মালিক চিরঞ্জিত ঘোষ বলেন, "আমার দোকানে এই নিয়ে চার-পাঁচবার চুরি হল। এলাকায় সিভিক ভলেন্টিয়াররা থাকে। তা সত্ত্বেও কোনও লাভ হয় না।"
বর্ধমান বোলপুর এনএইচ ২ বির আউশগ্রামের বড়াচৌমাথায় বেশ কয়েক মাস ধরে চুরি বেড়েছে। কখনও মিষ্টির দোকান আবার কখনও মুদিখানার দোকানে লাগাতার চুরি হচ্ছে। ব্যবসায়ীদের অভিযোগ, চুরি হলেও পুলিশকে জানিয়ে কোনও লাভ হয়নি।