দ্য ওয়াল ব্যুরো: বয়সে কিশোর (boy)। কিন্তু মেজাজে বয়স্কদের হার মানিয়ে দেবে ওরা। চা (tea) খেতে চাইলে দেরি হবে বলায় চা-বিক্রেতাকে (tea seller) গুলি (shot at) একদল কিশোরের! দক্ষিণপশ্চিম দিল্লির সফদরজং এনক্লেভের ঘটনায় কোনওক্রমে প্রাণে বেঁচে গিয়েছেন চা-বিক্রেতা, তবে কেন এত অল্প বয়সেই এত ধৈর্য্যের অভাব, সেই প্রশ্ন উঠবেই। তিন অভিযুক্ত কিশোর ধরা পড়েছে, চতুর্থজনের খোঁজ চলছে জানিয়েছে পুলিশ। ২৬ বছর বয়সি চাওয়ালা রামকিষাণ বিপন্মুক্ত, স্থিতিশীল।
পুলিশ জানিয়েছে, রবিবার ভোর প্রায় চারটের সময় সবে মাত্র দোকান খুলেছেন রামকিষাণ, এমন সময় তিনটি ছেলে এসে চা-বিস্কুট খেতে চায়। তিনদিনই নেশাচ্ছন্ন (drunk) ছিল। রামকিষাণ ওদের একটু অপেক্ষা করতে বলে জানান, দোকানে সব কিছু গুছিয়ে বসতে কিছুটা সময় লাগবে। তিন কিশোর একটু দূরে গিয়ে ধূমপান করতে থাকে। একটু পরে চাওয়ালা প্রাকৃতিক কাজ সারতে বাইরে এলে তাঁকে উদ্দেশ্য করে কটূ মন্তব্য করে ছেলেগুলি। তিনি আপত্তি করায় কথাকাটাকাটি শুরু হয়। হাতাহাতিও হয়। ছেলেগুলি তাদের এক বন্ধুকে ডাকে। সে এসেই রামকিষাণকে লক্ষ্য করে গুলি চালায়। পায়ে গুলি লাগে রামকিষাণের। সামান্য আঘাত পান তিনি। তাঁকে কাছের এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি চিকিত্সাধীন। তাঁর অবস্থা স্থিতিশীল।
দিল্লি পুলিশের পদস্থ কর্তা (দক্ষিণ পশ্চিম) গৌরব শর্মা বলেন, আমরা মামলা দায়ের করেছি। তিন নাবালক ধরা পড়েছে। চতুর্থজনের খোঁজ চলছে।
তবে যে পিস্তল থেকে গুলি করা হয়েছে, সেটির হদিশ পাওয়া যায়নি, তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।