শেষ আপডেট: 19th October 2024 18:07
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ব্যাচেলর অফ ফিজিওথেরাপি বা বিপিটি কোর্সে স্টাইপেন্ড চালু করার দাবি জানালেন পড়ুয়ারা। পাশাপাশি, সরকারি মেডিক্যাল কলেজের সমস্ত সুবিধাও দাবি করেছেন তারা।
২০০৭ সালে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে বিপিটি কোর্স চালু হয়। একইসঙ্গে রাজ্যের মধ্যে এসএসকেএম হাসপাতালেও এই কোর্স চালু হয়েছে। পরবর্তীকালে এসএসকেএম হাসপাতালে এমপিটি কোর্স চালু করা হয়। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল সরকারি হাসপাতাল হলেও সরকারি কোর্সের সুযোগ সুবিধা পাচ্ছেন না বলে অভিযোগ পড়ুয়াদের। চার বছরের এই কোর্সে প্রায় ৫০ জন পড়ুয়া রয়েছেন।
বর্ধমান মেডিক্যাল কলেজের বিপিটি ইন্টার্ন শুভদীপ মোদক বলেন,"বর্ধমান মেডিক্যাল কলেজ সরকারি হলেও পড়ুয়াদের অতিরিক্ত কোর্স ফি দিয়ে পড়াশোনা করতে হয়। অথচ এসএসকেএম মেডিক্যাল কলেজে সমস্ত সুযোগ সুবিধা পান পড়ুয়ারা। এছাড়া, পড়ুয়ারা কোনও স্টাইপেন্ড পান না। চার বছরের কোর্স হলেও পড়ুয়াদের জন্য কোনও হস্টেলের ব্যবস্থা নেই। এই বিষয়ে কলেজ কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পাশাপাশি, স্বাস্থ্যভবনেও জানানো হয়েছে।
পড়ুয়াদের দাবি, অবিলম্বে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে বিপিটি পড়ুয়াদের জন্য স্টাইপেন্ড চালু করতে হবে। মাসে ১০ হাজার টাকা স্টাইপেন্ড দিতে হবে। এছাড়া, হোস্টেল সহ অন্যান্য সুযোগ সুবিধাও দিতে হবে।
বর্ধমান মেডিক্যাল কলেজের অধ্যক্ষ মৌসুমী বন্দ্যোপাধ্যায় বলেন, " ইতিমধ্যেই স্বাস্থ্য দফতরে বিষয়টি জানানো হয়েছে। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে বিপিটির পাশাপাশি এমপিটি কোর্স চালু করার বিষয়ক পরিকল্পনা নেওয়া হয়েছে। স্বাস্থ্য দফতরের তরফে অনুমোদন মিললেই দ্রুত কাজ শুরু করা হবে।"