Date : 10th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
৩০ বছর পর কাশ্মীরের হ্রদে ফুটল পদ্ম, 'ঈশ্বরের উপহার' ফিরে পেয়ে আবেগে ভাসলেন চাষিরাকাশ্মীর এখন আর ‘ফাঁকা’ নয়, কলকাতায় এসে পর্যটকদের আমন্ত্রণ মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লারশীতলকুচিতে মন্দিরে পুজো দিতে এসে তৃণমূলের বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক'পুনর্বিবেচনা নয়, সময়টাই আসল সমস্যা', বিহারের ভোটার তালিকা নিয়ে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের'পঞ্চায়েত'-এর সিজন হিট হলেও বেতন বাড়ে না! তবে আমার কিন্তু বেড়েছে: ফয়জল মালিকজোরকদমে এগোচ্ছে জোকা-বিবাদী বাগ মেট্রোর কাজ! খিদিরপুর থেকে ভিক্টোরিয়া, খোঁড়া শুরু হল আজফ্লপ ছবির পর সব হারান পরিচালক, মেয়ে নাচতে ও ছেলে মিমিক্রি করতে বাধ্য হন পথঘাটে!বিয়ের আগে মূর্ছা গেলেন নীতু, কনেকে সাজালেন প্রিয় বান্ধবী রেখাবিহারে মহিলার ভোটার কার্ডে নীতীশ কুমারের ছবি! কমিশনের ভূমিকা নিয়ে বড় প্রশ্ন তৃণমূলের'আমরা তো অ্যাংজাইটি অ্যাটাক কথাটাই শুনিনি!' মানসিক স্বাস্থ্য নিয়ে মুখ খুলে বিতর্কে জয়া
Asansol Crime

ফের রাজ্যে উদ্ধার বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, কুলটি থেকে দু’জনকে গ্রেফতার করল এসটিএফ

কুলটি থানার অন্তর্গত কল্যাণেশ্বরী মন্দির এলাকার একটি বাড়িতে আগেয়াস্ত্র মজুত করার খবর আসে তদন্তকারীদের কাছে।

ফের রাজ্যে উদ্ধার বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, কুলটি থেকে দু’জনকে গ্রেফতার করল এসটিএফ

বাজেয়াপ্ত অস্ত্র

শেষ আপডেট: 24 November 2024 07:01

দ্য ওয়াল ব্যুরো: ফের রাজ্যে উদ্ধার বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র। ঝাড়খণ্ড-বাংলা সীমান্ত আসানসোলের কুলটি থেকে পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ আগেয়াস্ত্র উদ্ধার করে বলে খবর। পুলিশের অনুমান, বিহার থেকেই এত আগ্নেয়াস্ত্র নিয়ে আসা হয়েছে।

শনিবার সন্ধের পর বাংলা ঝাড়খণ্ড সীমান্ত লাগোয়া আসানসোলের কুলটি থানার অন্তর্গত কল্যাণেশ্বরী মন্দির এলাকার একটি বাড়িতে আগেয়াস্ত্র মজুত করার খবর আসে তদন্তকারীদের কাছে। এরপরই যৌথভাবে হানা দেয় এসটিএফ ও কুলটি থানার পুলিশএদিন অভিযান চালাতেই ওই বাড়ি থেকে বাজেয়াপ্ত করা হয় ১০টি পাইপগান, ৫০ রাউন্ড ৮ এমএম ও চার রাউন্ড ৯ এমএম কার্তুজ।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্তদের নাম মিনারুল ইসলাম (৩৩) ও সফিকুল ইসলাম (৩৭)। দু’জনেই মুর্শিদাবাদের ডোমকলের বাসিন্দাতারা বিভিন্ন রাজ্যে বেআইনি অস্ত্র পাচার করত বলে জানতে পেরেছেন তদন্তকারীরা।

ইতিমধ্যে অভিযুক্তরা সমস্ত অভিযোগ স্বীকার করে নিয়েছে বলে খবর। তবে ঠিক কী উদ্দেশে এই অস্ত্র মজুত করা হয়েছিল বা সেটি কোথায় পাচার করা হত তা জানার চেষ্টা চলছে।

চলতি মাসের ৯ তারিখেই কলকাতায় বড়সড় অস্ত্রভাণ্ডারের হদিশ পাওয়া গেছিল। শিয়ালদহের সুরেন্দ্রনাথ কলেজের পিছনে বৈঠকখানা রোডে এই অস্ত্রভাণ্ডারের খোঁজ পায় পুলিশ। এরপরই অভিযান চালিয়ে পাঁচটি আগেয়াস্ত্র ও ৯০ রাউন্ড গুলি উদ্ধার করে কলকাতা পুলিশের এসটিএফ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বৈঠক খানা রোডে আগ্নেয়াস্ত্র পাচারের পরিকল্পনা ছিল অভিযুক্তর। পুলিশকে দেখা মাত্র ভয় পেয়ে পালাতে গেলেই বিহারের বাসিন্দা মহম্মদ ইসমাইলকে পাকড়াও করা হয়


ভিডিও স্টোরি