শেষ আপডেট: 16th February 2025 20:12
দ্য ওয়াল ব্যুরো: নয়াদিল্লি রেল স্টেশনের ভয়াবহ ঘটনার রেশ এখনও কাটেনি। শনিবার রাতের আতঙ্ক পিছু ছাড়ছে না যাত্রীদের। এবার সেই ঘটনারই ছবি দেখা গেল আসানসোল স্টেশনে। রবিবার যাত্রীদের মধ্যে হুড়োহুড়ির ছবি সামনে আসতেই আতঙ্ক ছড়িয়েছে। তবে বড়সড় কোনও দুর্ঘটনা ঘটে যেতে পারত বলেই অভিযোগ তুলেছেন যাত্রীরা।
রবিবার আসানসোল স্টেশন থেকে প্রয়াগরাজে কুম্ভ মেলার উদ্দেশ্যে ট্রেন ছাড়ার কথা ছিল। নির্দিষ্ট সময়ের অনেক আগেই স্টেশনে পুণ্যার্থীরা জড়ো হয়েছিলেন। কিন্তু ট্রেনের ঘোষণা করতেই হুড়োহুড়ি পড়ে যায় যাত্রীদের মধ্যে। তড়িঘড়ি জায়গা নেওয়ার জন্য দৌড় শুরু করলে স্টেশন চত্বরে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়।
যাত্রীদের অভিযোগ, কুম্ভ মেলায় যাওয়া পুণ্যার্থীদের এদিন আসানসোল স্টেশনের বাইরেই বসার ব্যবস্থা করা হয়েছিল। নয়া দিল্লির ঘটনা থেকে শিক্ষা নিয়েই এমন পদক্ষেপ।
কিন্ত এদিন স্টেশন থেকে আসানসোল-মুম্বই ভায়া প্রয়াগরাজগামী ট্রেন ছাড়তেই যাত্রীদের মধ্যে বিশৃঙ্খলা শুরু হয়। জায়গা না পাওয়ায় ট্রেনে উঠতে না পেরে শুরু হয় হুড়োহুড়ি।
শনিবার রাতে নয়াদিল্লি স্টেশনে তুমুল ভিড়ে পদপিষ্ট হয়ে প্রাণ হারান ১৮ জন। মৃতদের মধ্যে ১১ জন মহিলা, চারজন শিশু রয়েছেন। আহত হয়েছেন আরও বহু যাত্রী। জানা গিয়েছে, মহাকুম্ভে যাওয়ার জন্য প্রয়াগরাজগামী ট্রেন ধরতে অপেক্ষা করছিলেন হাজার হাজার মানুষ।
স্বাভাবিকভাবেই নয়াদিল্লি স্টেশনের ১৪ ও ১৫ নম্বর প্ল্যাটফর্মে ভিড় ক্রমেই বাড়তে থাকে। এদিকে আরও দু’টি ট্রেন দেরিতে পৌঁছয় প্ল্যাটফর্মে। সেই ট্রেনের যাত্রীরাও ১৪ ও ১৫ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। তখনই পদপিষ্টের ঘটনাটি ঘটে।