শেষ আপডেট: 29th July 2024 13:08
দ্য ওয়াল ব্য়ুরো: জলজমিতে দুই সাপের তুমুল লড়াই চলছে। দুজনেই আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রয়েছে। কেউ একে অপরকে এক ইঞ্চিও ছাড়ছে না। এমনই বিরল দৃশ্য দেখা গেল বর্ধমান শহর লাগোয়া হ্যাচারিমাঠ এলাকায়।
বৈকুণ্ঠপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের মধ্যেই পড়ে হ্যাচারিমাঠ এলাকা। চাষযুক্ত জমি ছাড়াও এখানে জলাভূমি রয়েছে। একাধিক প্রজাতির পাখি, কীটপতঙ্গের দেখা মিলে। তবে গাছ কমে আসায় এলাকার বাস্তুতন্ত্রের উপর যথেষ্ট প্রভাব পড়েছে। বর্ষাকালে একাধিক প্রজাতির সাপের দেখা মেলে।
সঙ্গিনীর জন্য দুই দাঁড়াস সাপের লড়াই#TheWallNews #snakelife #animal #Reptiles pic.twitter.com/VPD2684C5W
— The Wall (@TheWallTweets) July 29, 2024
রবিবার দুপুরের দিকে এক পশলা বৃষ্টি হওয়ার পর হালকা একটু রোদ উঠেছিল। সেখানে ফাঁকা জমিতে পাড়ার লোকজন দেখতে পান দুটি সাপ নিজের মধ্যে প্রাণপণ লড়াই করছে। "সাপের শঙ্খ" লেগেছে বলে উৎসাহী হয়ে ওঠেন স্থানীয়রা। সঙ্গে সঙ্গে মোবাইল বের করে ভিডিও তুলতে থাকেন। সেই ভিডিও এখন ভাইরাল।
সর্প বিশেষজ্ঞ ধীমান ভট্টাচার্য বলেন, "এক্ষেত্রে দুটোই ঢ্যামনা বা দাঁড়াস সাপ। এটা তাদের মিলন নয়, এটা হয় এলাকা দখলের লড়াই কিংবা সঙ্গিনী দখলের লড়াই। দুটি পুরুষ দাঁড়াস সাপের মধ্যে সাধারণত এই লড়াই হয়ে থাকে, যেটাকে আমাদের ভাষায় বলা হয় মেল কমবাট। বিষধর সাপের মধ্যেও এই লড়াই হয়। তবে বেশি চোখে পড়ে ঢ্যামনাই। মে থেকে জুলাই মাস পর্যন্ত সাপের মিলন হয়।"