শেষ আপডেট: 3rd January 2025 20:50
স্মার্ট ফোন, স্মার্ট টিভি, এমনকী লাইট-ফ্যানও স্মার্ট হয়েছে। কিন্তু কখনও কি শুনেছেন স্মার্ট বাগান? অবাক হবেন না, এমন এক বাগান রয়েছে এ রাজ্যে। পৃথিবীর যে কোনও প্রান্ত বসে এই বাগান পরিচর্যা করা যায়। স্মার্ট প্রযুক্তিকে কাজে লাগিয়ে এমনই বাগান তৈরি করে ফেলেছেন বর্ধমানের সনৎ সিংহ। বেগুন, ফুল কপি, লঙ্কার চাষ হচ্ছে সেখানে।
গাছ প্রেমী সনৎ চাকরি করেন বিধানচন্দ্র কৃষি বিদ্যালয়ের অধীনে থাকা বর্ধমান কৃষি কলেজে। সেখানে তিনি অফিস সুপারিন্টেন্ডেন্ট পদে নিযুক্ত। সনতের বাড়ি বর্ধমান শহরের ঝাপানতলায়। একে বারে বাড়ির পাশে এই স্মার্ট বাগান তৈরি করেছেন। জল থেকে সার সমস্তটাই দেওয়া হয় ওয়াইফাইয়ের মাধ্যমে। ফোনের মধ্যে রয়েছে অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে পৃথিবীর যেকোনও প্রান্ত থেকে তিনি গাছের পরিচর্যা করতে পারেন।
কৃষিক্ষেত্রে পরিবেশবান্ধব পদ্ধতিতে চাষ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন সনৎ। তিনি তাঁর সমস্ত চাষাবাদে ব্যবহার করেন সম্পূর্ণ অর্গানিক পদ্ধতি। জমির উর্বরতা বজায় রাখতে তিনি রাসায়নিক সার বা কীটনাশকের পরিবর্তে জৈব সার ও কীটনাশকের ব্যবহার করেন। কীটপতঙ্গ ও ফাঙ্গাল ইনফেকশন থেকে গাছ রক্ষা করতেও ব্যবহার করেন জৈব প্রতিরোধক।
সনতের এই প্রক্রিয়ায় চাষ হচ্ছে ফুলকপি, বেগুন, বিন্স, গাজর, লঙ্কা, ধনেপাতা, মটরশুটি, সিম, লাউ, কুমড়ো, পেঁপে। এমনকি আদা, কলা, আর পেয়ারার মতো ফলও রয়েছে তাঁর উৎপাদনের তালিকায়। তিনি বলেন, 'অর্গানিক পদ্ধতিতে চাষের ফলে মাটির গুণগত মান উন্নত হয়। ফসলের স্বাদও অন্য রকম হয়। ক্রেতারা এখন এই সবজি ও ফলের প্রতি বেশি আগ্রহ দেখাচ্ছেন।'
পরিবেশের প্রতি দায়বদ্ধতা এবং স্বাস্থ্যকর খাদ্য উৎপাদনের উদ্দেশ্য নিয়ে কাজ করছেন সনৎ। তাঁর উদ্যোগ কৃষিক্ষেত্রে একটি নতুন সম্ভাবনার দিক খুলে দিয়েছে। এটি অন্যান্য কৃষকদেরও অনুপ্রাণিত করছে পরিবেশবান্ধব চাষাবাদে এগিয়ে আসার জন্য।