শেষ আপডেট: 1st June 2024 14:00
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: গোখরো সাপ গিলে খাচ্ছে একটি মোটাসোটা চন্দ্রবোড়া সাপকে। ফণাধারী বিষধর খাদ্য হিসাবে বেছে নিয়েছে আর এক বিষধর সাপকে। এই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই হুলুস্থুল পড়ে গেছে পূর্ব বর্ধমানের ভাতারে।
ভাইরাল ছবি দেখে অনেকেই তাজ্জব বনে যাচ্ছেন। কারণ এর আগে এই দৃশ্য তাদের চোখে পড়েনি। তবে সর্প বিশেষজ্ঞরা বলছেন এটা অতি সাধারণ বিষয়। জনবহুল এলাকায় বসবাস করা গোখরোর সঙ্গে ফাঁকা মাঠে বসবাসকারী চন্দ্রবোড়ার একদমই সখ্য নেই। উপরন্তু সম্পর্কটা একদম খাদ্য ও খাদকের।
গোখরো গিলে খেল চন্দ্রবোড়াকে!#SnakeBite #animalrescue #newsspecial #Viralvideo pic.twitter.com/mEV4rjx5L2
— The Wall (@TheWallTweets) June 1, 2024
সামাজিক মাধ্যমে যে ভিডিও বৃহস্পতিবার থেকে ভাইরাল হয়েছে তার উৎস ভাতার থানার হাটকানপুর গ্রাম। প্রত্যন্ত এই গ্রামের অধিকাংশ মানুষ কৃষিজীবী। বাড়ির পাশেই চাষের জমি। রয়েছে ঝোপঝাড়ও। এই গ্রামেই সন্ধ্যার দিকে এক গৃহস্থের বাড়ির পাশেই লতাপাতার ঝোপের মধ্যে দেখা যায় দুটি বিষধর সাপকে। যতক্ষণে স্থানীয়দের নজরে পড়ে ততক্ষণে একটি চন্দ্রবোড়া সাপের প্রায় অর্ধেক গলাধঃকরণ করে ফেলেছে গোখরো সাপটি। দেখা যায়, বাকি অংশটুকু গিলতে যথেষ্ট কসরত করছে ওই গোখরোটি। তখনই গ্রামের কয়েকজন তাদের মোবাইলেই ভিডিও করে রাখেন। ওই ভিডিও পরে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
এই ঘটনায় গ্রামে তুমুল চাঞ্চল্য সৃষ্টি হলেও স্থানীয় বাসিন্দা সর্প বিশেষজ্ঞ বলে পরিচিত ধীমান ভট্টাচার্য বলেন, "মাঠের ইঁদুর চন্দ্রবোড়া সাপের খাদ্য। আর জনবসতি এলাকায় বসবাসকারী গোখরো সাপ চন্দ্রবোড়া সাপকে খেয়ে থাকে। একে প্রাকৃতিক একটা ভারসাম্য বলা যায়। অনেক সাপই অন্য সাপকে খায়। তাই এটা বিরল কিছু নয়।"
এমনিতেই সাপ নিয়ে মানুষের চিরকালীন আতঙ্ক। তার উপর চন্দ্রবোড়া সাপকে সাক্ষাৎ যমদূত হিসাবেই দেখেন গ্রামবাংলার মানুষজন। তথ্য অনুযায়ী, রাজ্যে সর্পাঘাতে যত মৃত্যুর ঘটনা ঘটে তার মধ্যে অধিকাংশই মাঠে চাষের কাজে গিয়ে চন্দ্রবোড়া সাপের ছোবলে। ওয়াকিবহাল মহলের মতে, চন্দ্রবোড়া সাপের যে অ্যান্টিভেনাম স্বাস্থ্য দফতর সরবরাহ করে তা বাংলার চন্দ্রবোড়ার বিষকে প্রতিহত করতে ততটা কার্যকরী হয় না। তাই চন্দ্রবোড়া নিয়ে একটু বেশিই আতঙ্ক রয়েই গিয়েছে।