শেষ আপডেট: 20th September 2024 19:21
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: স্ত্রীর মাথায় হাতুড়ি মেরে খুনে অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। রানিগঞ্জের শিশু বাগান এলাকায় ঘটনাটি ঘটে। মৃতের নাম শিল্পী শর্মা। অভিযুক্তের নাম গুড্ডু শর্মা। রানিগঞ্জ থানার পুলিশ গুড্ডুকে গ্রেফতার করেছে।
স্থানীয় সূত্রে জানাগিয়েছে, বিয়ের আগে দুজনেই একটি চশমার দোকানের কাজ করতেন। সেই থেকে তাঁদের মধ্যে আলাপ পরিচয় ছিল শিল্পী ও গুড্ডু। ১২ বছর আগে বিয়ে হয় তাঁদের।
আত্মীয়রা জানিয়েছেন, দম্পত্তির মধ্যে প্রায়ই ঝামেলা হত। সকালে দুজনের মধ্যে তুমুল অশান্তি হয়। তার মধ্যে আচমকাই আর্তনাদ করে ওঠেন শিল্পী। সকলেই সেখানে ছুটে যান। ঘরে ঢুকে দেখেন রক্তে ভেসে যাচ্ছে ঘর। শিল্পী মাটিতে লুটিয়ে পড়ে রয়েছে। আত্মীয়দের দাবি, গুড্ডু মানসিক রোগে ভুগছে। তার চিকিৎসা চলছে।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য আসানসোল হাসপাতালে পাঠানো হয়।