শেষ আপডেট: 14th August 2024 13:44
দ্য ওয়াল ব্যুরো, দুর্গাপুর: আরজি কর ঘটনার জেরে কর্মবিরতিতে রাজ্যের সরকারি-বেসরকারি হাসপাতালের ডাক্তাররা। বুধবার আউটডোর বন্ধ রয়েছে। তাই সকাল থেকে জায়গায় জায়গায় ভোগান্তির শিকার হচ্ছেন রোগীরা। দুর্গাপুর মহকুমা হাসপাতালেও একই ছবি ধরা পড়েছে। বন্ধ আউটডোরের সামনে রোগী ও রোগী আত্মীয়দের থিক থিক করছিল ভিড়। অবশেষে সংবাদমাধ্যমে প্রতিনিধিদের দেখে প্রায় দু'ঘণ্টা পরে খুলে দেওয়া হল ওপিডির টিকিট কাউন্টার।
সকাল ৮ টা থেকে টিকিট কাউন্টার খোলার কথা। সাড়ে ছটা থেকে রোগীরা লাইন দিয়েছিলেন দিনমজুর মনোতোষ ঘোষ। এত সকালে এসেও কোনও লাভ হয়নি তাঁরা। কাজ ছেড়ে তিনি হাসপাতালে টিকিট কাউন্টারে ডাক্তার দেখানোর অপেক্ষা করছিলেন। হয়রান মনোতোষবাবু বলেন, "কাজ ছেড়ে হাসপাতালে ডাক্তার দেখাতে এসছি। কিন্তু কোনও লাভ হচ্ছে না।" মনোতোষবাবুর মতো বাকি রোগীদেরও বক্তব্য, "টিকিট কাউন্টার খোলা হলেও, ডাক্তার বসবে কিনা তা নিয়ে দ্বন্দ্বে রয়েছি।"
এই ঘটনার খবর পেয়ে হাসপাতালে গিয়েছিলেন সংবাদমাধ্যমের কর্মীরা। তাঁরা ছবি তুলতে গেলে বাধা দেওয়া হয়। চাপের মুখে পড়ে আউট ডোরের টিকিট কাউন্টার খুলে দেন স্বাস্থ্যকর্মীরা। দেরিতে টিকিট কাউন্টর খোলা নিয়ে হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের জিজ্ঞেস করা হলে সংবাদমাধ্যমের কর্মীদের সঙ্গে বচসা হয়।
বিষয়টি নিয়ে হাসপাতাল সুপার ধীমান মণ্ডল জানান, প্রতীকী ধর্মঘটে জন্য এদিন ওপিডি বন্ধ রাখা হয়েছিল। তবে রোগীদের যাতে কোনও সমস্যা না হয় তাই ইমারজেন্সিতে সকলের রোগীদের চিকিৎসা করা হচ্ছে।