শেষ আপডেট: 2nd December 2024 11:52
দ্য ওয়াল ব্যুরো: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ইতিমধ্যেই আলুর দাম নিয়ন্ত্রণে রাখতে ভিন রাজ্যে রফতানির উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। চলছে নজরদারি। এরই মধ্যে প্লাস্টিক ব্যাগের আড়ালে আলু পাচারের চেষ্টা হল বাংলা-ঝাড়খণ্ড সীমান্তে। জাতীয় সড়কের বদলে অন্য পথ বেছে নিল পাচারকারীরা।
গৌরাণ্ডি ব্রিজ দিয়ে বিহারের গয়ায় পাচারের চেষ্টা হচ্ছিল। খবর ছিল বারাবনী থানার পুলিশের কাছে। সেই মতো ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। চালানে উল্লেখ ছিল প্লাস্টিক ব্যাগের। কিন্তু তল্লাশি চালাতেই মেলে আলু। ৫১০ ব্যাগ আলু বাজেয়াপ্ত করেছে পুলিশ।
চালক ও খালাসীকে গ্রেফতার করা হয়েছে। আলু পাণ্ডুয়া থেকে পাচার হচ্ছিল বলে জানতে পেরেছে পুলিশ। সতর্কতা বাড়ানো হয়েছে।