শেষ আপডেট: 1st March 2024 18:52
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: আবার পদ্ম শিবিরে কোন্দল! এবার বিজেপি নেতাদের নামে পোস্টার পড়ল বর্ধমানে। শুক্রবার শহরের কার্জন গেটের কাছে কয়েকটি জায়গায় পোস্টার দেখা যায়। চাঞ্চল্য ছড়ায় এই ঘটনায়। কে বা কারা এই পোস্টার মেরেছে তা জানা যায়নি।
পোস্টারে দলের জেলা সভাপতি এবং সাংসদের ছবি দিয়ে নানা আপত্তিকর কথা লেখা আছে। ছবি দেওয়া আছে বর্তমান এবং প্রাক্তন কয়েকজন নেতারও। বলা আছে এরা বর্ধমান বিজেপিকে শেষ করার নেপথ্য নায়ক। এছাড়াও বলা আছে জনসংযোগ আছে এমন নেতাদের বেছে নেওয়া হোক। 'সেভ বার্ডওয়ান বিজেপি' নামে এই পোস্টার দেওয়া হয়েছে।
লোকসভা ভোটের মুখে এই পোস্টার ঘিরে জেলাজুড়ে রাজনৈতিক টানাপড়েন শুরু হয়েছে। বিজেপির জেলা মুখপাত্র ডা: সৌম্যরাজ ব্যানার্জি বলেন, "এটা বিজেপির কালচার নয়। ভাল খারাপ বাছাবাছি দল করে না। তবে তৃণমূল কংগ্রেসের এসব অভ্যাস আছে। তারা একাজ করে থাকতে পারে।" তৃণমূল কংগ্রেসের রাজ্য মুখপাত্র প্রসেনজিৎ দাসের পাল্টা দাবি, "তৃণমূল কংগ্রেসের অত সময় নেই। ওদের দলে গোষ্ঠীকোন্দল বারবার প্রকাশ্যে এসেছে। এটা ওদের দলেরই কারও কাজ হতে পারে।"