শেষ আপডেট: 2nd August 2024 17:43
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: এক পুলিশ অফিসারের তৎপরতায় প্রাণে বাঁচলেন বানভাসি তিনজন মানুষ। রেসকিউ সেন্টারে পাঠানো হয়েছে তাঁদের। তিনজনেই মেমারির বাসিন্দা। জানা গেছে, নদী সাঁতরে পার হয়ে আটকে থাকা ওই তিনজনকে উদ্ধার করেন পুলিশের এক এ.এস.আই।
টানা বৃষ্টির জেরে জলে ভাসছে পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন ব্লক। এক রাতের টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কোথাও মানুষজনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে নিরাপদ জায়গায়। আবার কোথাও ঘরের মধ্যে জল ঢোকায় গৃহবন্দি মানুষ। বৃহস্পতিবার একটানা বৃষ্টির জেরে জল বেড়েছে মেমারির বেহুলা নদীতেও।
বৃহস্পতিবার রাত তখন বারোটা। মেমারি থানায় খবর আসে গন্তার ১ নম্বর ব্লকের অন্তর্গত মগরা খাসপাড়া এলাকায় একই পরিবারের তিনজন বেহুলা নদীর জল বাড়ার ফলে আটকে পড়েছেন। খবর দেওয়া হয় সিভিল ডিফেন্সকে। ঘটনাস্থলে পৌঁছন মেমারি থানার এএসআই দীপক পাল ও ওসি দেবাশিস নাগ। রাত যত বাড়ছিল ততই অসহায় হয়ে পড়ছিল ওই পরিবারটি। আর সময় নষ্ট করেননি এএসআই দীপক পাল। সিভিল ডিফেন্সের অপেক্ষা না করে উর্দি খুলে রেখে সাধারণ পোশাকে বেহুলা নদী সাঁতরে পার হয়ে যান তিনি। উদ্ধার করে আনেন আটকে থাকা ওই পরিবারের তিনজনকে। রেসকিউ সেন্টারে পাঠানো হয় তাঁদের।
ওই পুলিশ অফিসারের এমন ভূমিকার উচ্ছ্বসিত প্রশংসা করেছেন এলাকার বাসিন্দারা। মহকুমা পুলিশ অফিসার অভিষেক মণ্ডল বলেন, "বাকি পরিবারগুলির সদস্যরা নদী পেরিয়ে নিরাপদ দূরত্বে পৌঁছতে পারলেও একটি পরিবার আটকে পড়ে। এদের মধ্যে দু'জন মহিলা ও একজন পুরুষ। রাত হয়ে যাওয়ায় ঝুঁকি নিয়েই দীপক পাল তাদের উদ্ধার করে আনেন। সকলেই সুস্থ আছেন।"