শেষ আপডেট: 23rd September 2021 08:11
দ্য ওয়াল ব্যুরো: পেগাসাস আড়িপাতা (pegasus row) (snooping) কাণ্ডে নিরপেক্ষ তদন্তের (independent probe) দাবি করে পেশ হওয়া একগুচ্ছ পিটিশনের ওপর আগামী সপ্তাহে অন্তর্বর্তী রায় ঘোষণা করবে বলে জানাল সুপ্রিম কোর্ট (supreme court)। ফোনে ইজরায়েলি বেসরকারি কোম্পানির (israeli app) তৈরি অ্যাপের মাধ্যমে আড়িপাতার অভিযোগ নিয়ে বেশ কিছুদিন ধরেই উত্তপ্ত জাতীয় রাজনীতি। বিরোধী রাজনৈতিক দল, সমাজকর্মী, আইনজীবী, বুদ্ধিজীবীরা নরেন্দ্র মোদী সরকারের কাছে জানতে চেয়ে সরব হয়েছে, তারা বলুক, সত্যিই এমন অভিযোগ সঠিক কিনা। হ্যাঁ বা না! আজ প্রধান বিচারপতি এন ভি রামানার (cji ramana) নেতৃত্বাধীন সর্বোচ্চ আদালতের বেঞ্চ (sc bench) জানিয়েছে, আগেই রায় ঘোষণা হওয়ার কথা ছিল। সামনের সপ্তাহে তা বেরবে। প্রধান বিচারপতি বলেন, অভিযোগ খতিয়ে দেখতে টেকনিক্যাল বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি (technical expert committee) গঠন করছে সুপ্রিম কোর্ট। কিন্তু এ ব্যাপারে কিছু সময় লাগছে কেননা যে বিশেষজ্ঞদের কমিটিতে রাখার কথা সর্বোচ্চ আদালত ভেবেছিল, তাঁদের কয়েকজন অসুবিধার কথা জানিয়েছেন। পরের সপ্তাহের মধ্যে বিষয়টি চূড়ান্ত হয়ে যাবে। গত ১৩ সেপ্টেম্বর এ ব্যাপারে রায়দান স্থগিত রেখেছিল শীর্ষ আদালত, বলেছিল, তারা শুধু এটাই জানতে চায়, নাগরিকদের ওপর নজরদারি চালাতে কেন্দ্র বেআইনি পদ্ধতিতে পেগাসাস আড়িপাতা যন্ত্র ব্যবহার করেছে না করেনি। ফোনে নজরদারি, আড়িপাতা বিতর্কের নিরপেক্ষ তদন্ত চেয়ে পেশ হওয়া আবেদনের ব্যাপারে জাতীয় সুরক্ষার কারণ দেখিয়ে হলফনামা দিতে প্রবল ভাবে অস্বীকার করে কেন্দ্র। কিছুদিন আগে চাঞ্চল্য ফেলে দেওয়া অভিযোগে দাবি করা হয়, ইজরায়েলি সংস্থা এনএসও-র তৈরি আড়িপাতা যন্ত্র পেগাসাস ব্যবহার করে সরকারি এজেন্সিগুলি নামী নাগরিক, রাজনীতিবিদ, সাংবাদিকদের ফোনে আড়ি পাতছে, তাঁদের গোপনীয়তার অধিকার ভাঙছে। একটি আন্তর্জাতিক মিডিয়া কনসর্টিয়াম জানায়, ৩০০র বেশি ভারতীয় মোবাইল ফোনকে পেগাসাস যন্ত্র দিয়ে নজরদারির সম্ভাব্য টার্গেট করা হয়েছে। গত জুলাইয়ে তাঁরা খবরটা ফাঁস করে যে, মন্ত্রী, বিরোধী নেতা, সাংবাদিক, ব্যবসায়ী সহ দেশের একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব পেগাসাসের নজরদারির আওতায় আছেন। এ নিয়ে প্রায় প্রতিদিনই নরেন্দ্র মোদীকে নিশানা করে ট্যুইট করেছেন রাহুল গাঁধী। সংসদের বাদল অধিবেশন এই ইস্যুতে বিরোধীদের প্রতিবাদ বিক্ষোভে কার্যতঃ লন্ডভন্ড হয়।