শেষ আপডেট: 5th February 2022 07:35
দ্য ওয়াল ব্যুরো: হায়দরাবাদের সাংসদ তথা ‘অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন’ (মিম) প্রধান আসাদউদ্দিন ওয়েইসির কনভয়ে গুলি চালানোর ঘটনার পরেই তাঁকে জেড ক্যাটেগরির নিরাপত্তা দিয়েছিল কেন্দ্র। কিন্তু সেই নিরাপত্তা ফিরিয়ে দিলেন ওয়েইসি। অভিযুক্ত বন্দুকবাজের বিরুদ্ধে ইউএপিএ-তে মামলা করার দাবি জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার পশ্চিম উত্তরপ্রদেশে ভোটের প্রচার সেরে দিল্লি ফেরার পথে হাপুরের কাছে একটি টোল প্লাজায় তাঁর গাড়িতে গুলি চালানোর ঘটনা ঘটে। তাঁর কোনও ক্ষতি না হলেও গুলি লেগে গাড়ির টায়ার ফেঁসে যায়। অন্য গাড়িতে রাজধানী ফেরেন ওয়েইসি। এরপরেই তাঁর নিরাপত্তা বাড়িয়ে দেয় কেন্দ্রীয় সরকার। ভোটমুখী উত্তরপ্রদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে। শুক্রবার সংসদে ওয়েইসি বলেন, “আমি মৃত্যুকে ভয় পাই না। জেড ক্যাটাগরির নিরাপত্তার দরকার নেই। আমি এ ক্যাটাগরির নাগরিক হতে চাই। যারা গুলি চালিয়েছিল তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন ধারায় মামলা দায়ের হোক।“ মিরাটের কিথৌধ এলাকায় তাঁর কনভয়ে গুলি চালানোর জন্য দু’জনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ধৃতদের ১৪ দিনের হেফাজতে পাঠানো হয়েছে। অভিযুক্তদের একজন নয়ডার বাসিন্দা। তার বিরুদ্ধে এর আগে খুনের চেষ্টার মামলা রয়েছে। অন্য অভিযুক্ত সাহারানপুরের একজন কৃষক। তার বিরুদ্ধে অতীতে কোনও অপরাধমূলক ঘটনায় জড়িত থাকার রেকর্ড নেই। পুলিশের মতে, দুজনেই জিজ্ঞাসাবাদের সময় তাদের বলেছে, মিম প্রধান তথা সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি এবং তাঁর ভাই বিধায়ক আকবরুদ্দিন ওয়াইসির করা মন্তব্যে তারা বিরক্ত। দু’জনের থেকেই আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'