শেষ আপডেট: 18th September 2024 13:41
দ্য় ওয়াল ব্যুরো: ডিভিসির জলে রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ায় কেন্দ্রকে একহাত নিলেন রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বুধবার রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটক বাঁকুড়ার ঘুটগড়িয়া পঞ্চায়েতের সীতারামপুর, মাঝেরমানা, বরিশাল পাড়া সহ বেশ কিছু এলাকা পরিদর্শন করেন।
সীতারামপুর, মাঝেরমানা, বরিশালপাড়া এলাকার দুর্গত বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তিনি। ঘরবাড়ি জলে ডুবে যাওয়ায় অনেকেই এখন ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। দুর্গতদের সঙ্গে কথা বলে তাঁদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেন মন্ত্রী। তিনি মনে করেন ডিভিসি রাজ্য সরকারকে না বলে জল ছাড়ছে, আর এতে ভোগান্তি বাড়ছে সাধারণ মানুষের।
এদিন কেন্দ্রীয় সরকারকে একহাত নিয়ে মন্ত্রী মলয় ঘটক বলেন, "রাজ্য সরকারকে না জানিয়ে জল ছেড়ে দেওয়াতেই এতো বিপত্তি। নচেৎ এতটা ক্ষতির মুখে পড়তে হত না সাধারণ মানুষকে। যদিও মন্ত্রীর দাবিকে উড়িয়ে দিয়েছে বিজেপি নেতৃত্ব।
নিম্নচাপের জেরে লাগাতার বর্ষণে নদীগুলির জলস্তর বেড়ে গেছে। ফলে বাংলা-ঝাড়খন্ড সীমান্তে পাঞ্চেত এবং মাইথন জলাধার থেকে টানা তিন দিন ধরে জল ছাড়া শুরু করেছে ডিভিসি কর্তৃপক্ষ। পাশাপাশি দামোদর নদের জলস্তর বাড়ায় জল ছাড়া শুরু করেছে দুর্গাপুর ব্যারেজ কর্তৃপক্ষও। বুধবার সকাল আটটা থেকে দু লাখ ৫৭ হাজার কিউসেক জল ছেড়েছে ব্যারেজ কর্তৃপক্ষ। ফলে দামোদর তীরবর্তী উপকূল এলাকা প্লাবিত হয়েছে। মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে রাজ্যবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়। জানিয়েছিলেন, দুর্যোগ মোকাবিলার জন্য সবাইকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। অপেক্ষাকৃত নিচু এলাকা থেকে মানুষকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।