শেষ আপডেট: 11th April 2025 13:43
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: ৪১টি জ্যান্ত সাপ উদ্ধার হল মেমারি থানার পারিজাতনগরে। এই ঘটনায় শোরগোল পড়ে গোটা এলাকায়। স্থানীয় একজন যুবক সাহসের সঙ্গে সাপগুলিকে উদ্ধার করেন। পরে তিনিই উদ্ধার করা সাপগুলিকে কৌটোয় ভরে মেমারির নদীপুরের বন দফতরে অফিসে নিয়ে যান।
ওই যুবকের নাম সজীব মল্লিক। তিনি জানান, তার অল্প সল্প সাপ ধরার অভ্যাস আছে। বৃহস্পতিবার বাজার থেকে বাড়ি ফেরার সময় উদয়পল্লী পশ্চিমপাড়ায় হৈ চৈ শুনে দাঁড়িয়ে পড়েন তিনি। মাঠের ধারে একসঙ্গে এত সাপ দেখে আতঙ্কিত হয়ে পড়েছিলেন বাসিন্দারা। সজীব বলেন, "স্থানীয়দের সহায়তায় আমি সাপগুলিকে একটি কৌটোয় ভরে বন দফতরের অফিসে নিয়ে যাই।"
বনকর্মীরা জানান, এই সাপগুলি সংখ্যায় একচল্লিশটি। একটি সাপ ছাড়া বাকিগুলি বাচ্চা। তিনি জানান, এই সাপ নির্বিষ প্রজাতির। এর কামড়ে মানুষের কোনও ক্ষতি হয় না। এগুলি ঘরচিতি নামেই পরিচিত। কোনও ক্ষতি করে না। এদের দেখা পেলে ভয় না পেয়ে বন দফতরে খবর দেওয়া উচিত।