শেষ আপডেট: 27th February 2024 15:36
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: লোকসভা নির্বাচনে রাজ্যে "একলা চলো" নীতি নিয়েছে তৃণমূল। জেলায় জেলায় সাংগঠনকে মজুবত করার চেষ্টা করছে শাসকদল। পুরুলিয়া-বাঁকুড়া সফরের আগে পশ্চিম বর্ধমানে রণকৌশল কী হবে, সেটা ঠিক করতেই দুর্গাপুরে বৈঠক করে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বিধানসভার পরাজিত প্রার্থী বিশ্বনাথ পাড়িয়ালকে 'সেনাপতি' হিসাবে সামনে রেখে মাঠে নামতে চলেছে তৃণমূল।
সোমবার বিকেলে দুর্গাপুর সার্কিট হাউসে পৌঁছন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন রাত ৮টা নাগাদ জেলার নেতাদের সঙ্গে তিনি বৈঠক করেন। সেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী মলয় ঘটক ও প্রদীপ মজুমদার, তৃণমূল নেতা অভিজিৎ ঘটক, জেলা তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, রাজ্য সম্পাদক ভি শিবদাসন, বিধায়ক হরে রাম সিং, তৃণমূল নেতা বিশ্বনাথ পাড়িয়ালরা। নিজেদের মধ্যে 'দ্বন্দ্ব' মিটিয়ে সংগঠনকে চাঙ্গা করার বার্তা দেন নেত্রী। রাত ১১ টার সময়ে বৈঠক শেষ হয়। সোমবার পুরুলিয়া যাওয়ার আগে ফের সকলের সঙ্গে জরুরি বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই লোকসভা ভোটে পশ্চিম বর্ধমানে সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব দেওয়া হয় বিশ্বনাথ পাড়িয়ালকে।
বৈঠক থেকে বেরিয়ে এসে রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, " আমাদের একসঙ্গে চলার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। বিধানসভা নির্বাচনে দুর্গাপুর পশ্চিম বিধানসভার প্রার্থী হয়ে দাঁড়িয়ে ছিলেন বিশ্বনাথ পাড়িয়াল। কিন্তু বিজেপি প্রার্থীর কাছে পরাজিত হয়েছিলেন। সেই পরাজিত প্রার্থী বিশ্বনাথ পাড়িয়ালকে লোকসভা নির্বাচনের বাড়তি দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী।"
বাড়তি দায়িত্ব পাওয়ার পরে বিশ্বনাথ পাড়িয়াল বলেন, "প্রথম থেকেই আমার উপর আস্থা ছিল মুখ্যমন্ত্রীর। আমাদের একটাই লক্ষ্য, ২০২৪ নির্বাচনে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলকে ফের ক্ষমতায় নিয়ে আসতে হবে।"
পশ্চিম বর্ধমানে কয়েকদিন ধরে তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের কথা খবরের শিরোনামে উঠে আসছিল। এতে অস্বস্তিতে পড়েছিল রাজ্যের শাসকদল। লোকসভা নির্বাচনে বিজেপি যাতে এই অন্তর্কলহকে হাতিয়ার করতে না পারে তাই পশ্চিম বর্ধমান সংগঠনের রাশ টানতে দুর্গাপুরের সার্কিট হাউসে জেলার শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী এমনটাই মনে করছে ওয়াকিবহালমহল।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একুশের বিধানসভায় পরাজিত হওয়ার পর থেকে জেলা নেতৃত্বের কাছে ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছিলেন তৃণমূল নেতা বিশ্বনাথ পাড়িয়াল। অথচ একসময়ে তিনি দারুণভাবে সক্রিয় ছিলেন। ভাল সংগঠকদের তালিকায় তাঁর নাম উপরের দিকে ছিল। ২০১৬ বিধানসভা ভোটে বিশ্বনাথ কংগ্রেসের টিকিটে জয়ী হন। সেই সময়ে জেলায় ভালই দাপট ছিল তাঁর। এরপরেই অনুগামীদের নিয়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন বিশ্বনাথবাবু। তিনি আইএনটিটিইউসি-র দায়িত্বও সামলেছিলেন।