শেষ আপডেট: 2nd October 2024 12:04
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: পিতৃ তর্পণের মধ্যে দিয়ে দেবীপক্ষের শুরু। মহালয়ার ভোরে তাই নদীর ঘাটে ঘাটে পূর্বপুরুষকে স্মরণ করার ছবি। সাতদিন পরে দেবীর বোধন। ষষ্ঠী-সপ্তমী-অষ্টমী ও নবমীতে দেবী দুর্গার আরাধনায় মাতবেন মানুষ।
হীরাপুরের ধেনুয়া গ্রামের ছবিটা কিন্তু একেবারে আলাদা। এখানে দুর্গাপুজো শুরু হয়ে যায় দেবীপক্ষে। দামোদরের তীরে ধেনুয়া গ্রামে রয়েছে কালীকৃষ্ণ আশ্রম। বুধবার মহালয়ার ভোরে এই আশ্রমে শুরু হল দুর্গাপুজো। একই মন্দিরে আগের রাতে কালী পুজো হয়। তারপর সেখানেই হয় আগমনী দুর্গার আবাহন।
আশ্রম কর্তৃপক্ষ জানালেন, আলাদা আলাদা দিনে নয়, এখানে একইদিনে হয় সপ্তমী-অষ্টমী-নবমী ও দশমীর পুজো। এটাই দীর্ঘদিনের রীতি। পুরোহিতের বললেন, "আলাদা ক্ষণ অনুযায়ী পুজোর লোকাচারগুলি অনুষ্ঠিত হয়। আলাদা আলাদা তিথিতে হয় আলাদা রকমের ভোগ। চার রকমের ভোগ করতে হয় একদিনেই। দশমীর পুজো শেষে ঘট বিসর্জন দেওয়া হয়।"
তবে মাতৃ প্রতিমা বিসর্জন দেওয়া হয় না কালীকৃষ্ণ আশ্রমে। একদিনের এই অভিনব এই দুর্গা পুজো দেখতে বহু মানুষ দূরদূরান্ত থেকে আসেন ধেনুয়া গ্রামে। এবারও মানুষের ঢল নেমেছে কালীকৃষ্ণ আশ্রমের পুজো দেখতে।