শেষ আপডেট: 10th August 2024 17:23
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: আরজি কর কাণ্ডের ছায়া এবার পূর্ব বর্ধমানের ভাতার স্টেট জেনারেল হাসপাতালে!
শুক্রবার মধ্যরাতে মহিলা চিকিৎসককে হেনস্থার অভিযোগ উঠল এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। ঘটনার সময় ওই সিভিক ভলেন্টিয়ার মদ্যপ ছিল বলে জানা গেছে। এই ঘটনা সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েন ভাতার স্টেট জেনারেল হাসপাতালের চিকিৎসক থেকে স্বাস্থ্যকর্মীরা। শনিবার ভাতার থানায় বিক্ষোভ দেখান তাঁরা। অবিলম্বে অভিযুক্তকে গ্রেফতার করে শাস্তির দাবি জানান তাঁরা।
ঘটনার খবর শুনেই শনিবার ভাতার স্টেট জেনারেল হাসপাতালে যান জেলার উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক (২) সূবর্ণ গোস্বামী। তিনি এবং ব্লক স্বাস্থ্য আধিকারিক সংঘমিত্রা ভৌমিক ওই মহিলা চিকিৎসককে সঙ্গে নিয়ে ভাতার থানার ইনচার্জের সঙ্গে দেখা করে কথা বলেন।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে ঘটনাটি ঘটে শুক্রবার রাত প্রায় ২-১৫ নাগাদ। ওইসময় হাসপাতালে কর্তব্যরত ছিলেন ওই শিশু বিশেষজ্ঞ। শুক্রবার বিকেল থেকেই বর্ধমান কাটোয়া সড়কে পুণ্যার্থীদের প্রচুর ভিড় ছিল। কাটোয়া থেকে গঙ্গাজল নিয়ে হাজার হাজার পুণ্যার্থী বর্ধমানেশ্বর মন্দিরের দিকে যাচ্ছিলেন। প্রচুর বাইক ও বিভিন্ন যানবাহন চলাচল করছিল। রাতে ভাতার এলাকায় একাধিক দুর্ঘটনাও ঘটে।
ওই মহিলা চিকিৎসক বলেন, "রাতে তখন দুর্ঘটনাগ্রস্থ রোগীদের ভিড় ছিল। তাদের নিয়ে ব্যস্ত ছিলাম। তখন সুশান্ত রায় নামে ওই সিভিক ভলেন্টিয়ার আসে। তার পেটে অস্বস্তি ও মাথা ঘুরছিল বলে জানিয়েছিল। আমি ওই ব্যক্তির প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেছিলাম। তবুও ওই সিভিক ভলেন্টিয়ার আমার সাথে চুড়ান্ত দুর্ব্যবহার করতে থাকেন। আমাকে হুমকি দিয়ে বলতে থাকেন, আরজি করে কি হয়েছে জানেন তো?''
জেলার উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক (২) সূবর্ণ গোস্বামী বলেন,"আরজি করে কী হয়েছে আমরা সবাই জানি। ওই ঘটনা নিয়ে সারা দেশ উত্তাল। বিভিন্ন রাজ্যে চিকিৎসকরা এই ঘটনার প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন। এই আবহে ভাতারে এক সিভিক ভলেন্টিয়ার মদ্যপ অবস্থায় আমাদের এক মহিলা চিকিৎসকের উপর চড়াও হওয়ার চেষ্টা করেছে। আরজি করের মতো ঘটনা ঘটানোর হুমকি দিয়েছে। আমরা অবিলম্বে ওই সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতারের দাবি করেছি। হাসপাতালের চিকিৎসক থেকে সমস্ত স্বাস্থ্যকর্মীর নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে।"
অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতারের দাবিতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা পোস্টার নিয়ে ভাতার থানায় যান। তারপর সুবর্ণ গোস্বামীর নেতৃত্বে প্রতিনিধিদল পুলিশের সঙ্গে কথা বলেন। পুলিশ আশ্বস্ত করলে বিক্ষোভ ওঠে। বিকেলে জেলা পুলিশ সুপার আমনদীপ বলেন, "অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সুশান্ত রায়কে ভাতার থানার পুলিশ গ্রেফতার করেছে। আগামীকাল তাকে আদালতে পেশ করা হবে।"