শেষ আপডেট: 17th July 2021 16:57
দ্য ওয়াল ব্যুরো: বকরি ইদ উদযাপন উপলক্ষে কোভিডবিধি খানিক শিথিল করল কেরলের বাম সরকার। এদিন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছেন আগামী ১৮,১৯ এবং ২০ তারিখ রাজ্যে করোনার বিধিনিষেধ কিছুটা বদল করা হচ্ছে। সংক্রমণের হারের নিরিখে জারি করা হচ্ছে নতুন গাইডলাইন। কেরল সরকারের তরফে বলা হয়েছে আগামী সোমবার বকরি ইদ উপলক্ষে এতদিন যেসমস্ত দোকান বন্ধের নির্দেশ ছিল সেগুলি খোলা যাবে। উৎসবের সময় ধর্মীয় স্থানে যেতে পারবেন মানুষ। তবে একসঙ্গে ৪০ জনের বেশি জড়ো হওয়া যাবে না। ভ্যাকসিনের অন্তত একটি ডোজ সকলের জন্যেই বাধ্যতামূলক হবে। আপাতত রাজ্য জুড়ে চালু রয়েছে সাপ্তাহিক লকডাউন। কিন্তু ঘোষিত ওই তিন দিন অর্থাৎ রবিবার সোমবার এবং মঙ্গলবার সাপ্তাহিক লকডাউনের আওতায় পড়বে না। দোকান বাজার খোলা রাখা যাবে। তবে সবটাই হবে সামাজিক দূরত্ববিধি বজায় রেখে। https://twitter.com/ANI/status/1416385194387333121?s=20 কেরল সরকারের এই নীতিতে ইতিমধ্যেই সমালোচনা উঠেছে রাজনৈতিক মহলে। কারণ এখনও কেরলে কোভিড সংক্রমণ খুব একটা কমেনি।বিজেপির তরফে দাবি করা হয়েছে, করোনা আবহে বৈজ্ঞানিক পদ্ধতি মেনে কাজ করছে না সরকার। এতে বিপদ বাড়বে। ভারত সরকার আর স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী কেরল সরকারের চলা উচিত, দাবি করেছে বাম শাসিত এই রাজ্যের গেরুয়া শিবির। শনিবারের পরিসংখ্যান অনুযায়ী কেরলে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ১৪৮ জন। নতুন করে ভাইরাসের বলি হয়েছেন ১১৪ জন। আর একদিনে সুস্থ হয়ে উঠেছেন ১৩ হাজার ১৯৭ জন। এই মুহূর্তে কেরলে কোভিডের জেরে হাসপাতালে ভর্তি রয়েছেন মোট ২৪ হাজার ৮১২ জন। এই পরিস্থিতিতে ধর্মীয় উৎসব পালনের জন্য কীভাবে লকডাউন শিথিলের অনুমতি দিল পিনারাই বিজয়ন সরকার তা নিয়ে শুধু বিজেপি নয়, প্রশ্ন উঠেছে একাধিক রাজনৈতিক মহলেই।