শেষ আপডেট: 11th August 2024 16:36
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: আর জি করের পরে ফের মহিলা নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠল রাজ্যের আরও এক হাসপাতালে। ফিমেল ওয়ার্ডে ভর্তি থাকা এক রোগীর মাকে অশ্লীল অঙ্গভঙ্গি করার অভিযোগ উঠল অপর এক রোগীর আত্মীয়ের বিরুদ্ধে। এই ঘটনা নিয়ে শোরগোল পড়ে গেছে কাটোয়া মহকুমা হাসপাতালে।
শনিরার রাতে অসুস্থ মেয়েকে কাটোয়া মহকুমা হাসপাতালের ফিমেল ওয়ার্ডে ভর্তি করেন এক মহিলা। পাশেই রয়েছে মেল সার্জিক্যাল ওয়ার্ড। সেখানে শ্বশুরকে ভর্তি করেন ইমতাজ মণ্ডল নামে এক ব্যক্তি ।
মহিলার অভিযোগ, রাতে প্যান্টের চেইন খুলে ইমতাজ তাঁকে অশ্লীল অঙ্গভঙ্গি ও ইশারা করে। তখন মহিলা চিৎকার করে ওঠেন। এরপরে অভিযুক্ত ওই ব্যক্তিকে মারধর করে হাসপাতাল থেকে বের করে দেন অন্যান্য রোগীর আত্মীয়রা। ঘটনার পর থেকেই পলাতক ব্যক্তি। ওই ব্যক্তির বাড়ি কাটোয়া থানার মুলটি গ্রামে।
গোটা ঘটনায় প্রশ্ন উঠছে রাজ্যের চিকিৎসা ব্যবস্থার নিরপত্তা নিয়ে। চিকিৎসকের পর এবার রোগির আত্মীয় পরিজনদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন কাটোয়া মহকুমা হাসপাতালে। হাসপাতাল সুপার ডক্টর বিপ্লব মন্ডল জানান গোটা ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
গোটা ঘটনায় কাটোয়া থানায় অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কাটোয়া থানার পুলিশ। যদিও অভিযুক্ত ব্যক্তির শ্বশুরের দাবি, তিনি কানে কম শোনেন। রাতে এক নার্স জামাইকে অপমান করছিল। কিন্তু কী কারণে তা তিনি বুঝতে পারেননি। সকাল থেকে জামাই না আসায় কীভাবে একা বাড়ি ফিরবেন, তাই নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন।