শেষ আপডেট: 23rd October 2024 14:10
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: ঘোর কৃষ্ণবর্ণা। কোঁকড়ানো ঘন কালো চুল। গলায় মুণ্ড মালা নেই। পায়ে নূপুর, সোনার গহনা। মুখে স্মিত হাসি। এমনই রূপ শ্যাম সুন্দরীর। সামনেই কালী পুজো। এই সময়ে এক কিশোরীকে অবিকল শ্যাম সুন্দরীর রূপে ফুটিয়ে তুললেন পাণ্ডবেশ্বরের এক মেকআপ আর্টিস্ট।
অর্পিতা মণ্ডল নামে ওই মেকআপ আর্টিস্ট চার বছর ধরে এই পেশায় রয়েছেন। বিয়ে ও বিভিন্ন অনুষ্ঠানে অনেকেই সাজিয়েছেন। এবার এক কিশোরীকে শ্যামাসুন্দরী রূপে সাজিয়ে তুললেন। শিল্পী জানিয়েছেন, তিনি কলকাতার শ্যামাসুন্দরী মায়ের ভক্ত। বহু দিনের স্বপ্ন ছিল তাঁর মেকআপের ছোঁয়া কাউকে শ্যাম সুন্দরীর মতো সাজিয়ে তুলবেন।
অর্পিতা আরও জানিয়েছেন, কয়েকদিন আগে নিজের মনে মাধুরী মিশিয়ে শ্যামাসুন্দরীকে এঁকে ছিলেন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এর পরেই কারও মুখে শ্যামাসুন্দরীর রূপ মেকআপের ফুটিয়ে তোলার ইচ্ছে জেগেছিল তাঁর মনে।
এরপরেই ছোট্ট সুমনকে তিনি মডেল হিসাবে খুঁজে পান। তার মুখেই ফুটিয়ে তােলেন শ্যাম সুন্দরীকে। ধীরস্থির সুমনও প্রায় তিন ঘণ্টা ধরে অর্পিতার সঙ্গে তাল মিলিয়ে ধৈর্য্য রেখে সেজে গেছে। জ্যান্ত শ্যামাসুন্দরীকে দেখতে অর্পিতার স্টুডিওতে অনেকেই ভিড় জমেছিলেন। সুমনকে শ্যামাসুন্দরী রূপে দেখে অনেকে বেশ অবাক হয়েছেন। অর্পিতার এই শিল্পী কীর্তিতে মুগ্ধ পাণ্ডবেশ্বরের মানুষ।
কলকাতার হরিনাথ দে রোডের একটি বাড়িতে রয়েছে শ্যামাসুন্দরী মন্দির। পাঁচ বছরের বালিকা রূপে এখানে পূজিতা হন দেবী। এই মন্দির খুবই জাগ্রত। দেবী ভুবন ভুলানো হাসি দেখে অনেকেই মন শান্ত হয়। এখানে নিত্যদিন দেবীর আরাধনা করা হয়। দুরান্ত থেকে অনেকে আসেন শ্যামাসুন্দরী দর্শনে।