শেষ আপডেট: 23rd October 2024 15:16
দ্য ওয়াল ব্যুরো, দুর্গাপুর: রবিবার আসানসোলে ডাক্তার দেখাতে এসেছিলেন ঝাড়খণ্ডের এক ব্যবসায়ী। সেদিনই তাঁকে অপহরণ করে কয়েকজন দুষ্কৃতী। এই ঘটনার তিনদিনের মধ্যে এক আন্তঃরাজ্য অপরাধ চক্রের ৫ জনকে গ্রেফতার করল পুলিশ। ওই ঘটনার সঙ্গে এই পাঁচজনই জড়িত।
বুধবার ওই ঘটনা নিয়ে ডিসিপি সেন্ট্রাল ধ্রুব দাস সাংবাদিক বৈঠক করেন। তিনি জানিয়েছেন, ধৃত ৫ জনের নাম মহম্মদ পারভেজ, মহম্মদ সিরাজ, মেহেতাব আলম, সৌরভ কুমার ও মহম্মদ মেহতাব আলম। ৫ জনের মধ্যে তিনজন আসানসোল উত্তর থানা, একজন আসানসোল দক্ষিণ থানা ও একজন কুলটি থানার নিয়ামতপুরের বাসিন্দা। এই ঘটনায় ব্যবহার হওয়া একটি চারচাকা গাড়ি ও দুটি মোটরবাইক পুলিশ আটক করেছে।
তিনি আরও জানিয়েছেন, এই অপহরণের ছক ঝাড়খণ্ড থেকে করা হয়েছিল। পুলিশ মনে করছে, এর পেছনে ঝাড়খণ্ডের কোনও অপহরণ চক্র যোগ রয়েছে। টাকা জন্য এই অপহরণের ছক কোষা হয়েছিল বলে প্রাথমিক তদন্ত উঠে এসেছে। অপহৃত ব্যবসায়ীর পরিবার আসানসোল দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করেছিল। এরপরেই পুলিশ তদন্ত নামে। বিভিন্ন এলাকায় তল্লাশি চালায়। সিসিটিভি ফুটেজ দেখে অপহরণকারীদের গাড়ি চিহ্নিত করে। সেই গাড়ির সূত্র ধরে অপরাধীদের খোঁজে একাধিক জায়গায় পুলিশ অভিযান চালায়। এরপরেই এই পাঁচজনকে গ্রেফতার করে।
রবিবার আসানসোলের জিটি রোডের কুমারপুরে পুলিশ কমিশনারের অফিসের অদূরে সারদাপল্লিতে ডাক্তার দেখাতে এসেছিলেন ঝাড়খণ্ডের দেওঘর জেলার চিত্রা এলাকার বাসিন্দা নকুল মণ্ডল। তাঁর সঙ্গে ছিলেন এক আত্মীয় ও এক বন্ধু। ডাক্তার দেখানোর আগেই তাঁকে অপহরণ করে দুষ্কৃতীরা। স্থানীয়রা দাবি করেন, পুলিশের স্টিকার লাগানো গাড়িতে ওই ব্যক্তিকে তুলে নিয়ে পালিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। তারা পুলিশের বেশে এসেছিল।
ডিএসপি জানিয়েছেন, মুক্তিপণ চেয়ে ওই ব্যবসায়ীর বাড়িতে ফোন করেছিল এই দুষ্কৃতীরা। তাঁদের কাছ থেকে ২৫ লক্ষ টাকা চেয়েছিল। এদিনে ঝাড়খণ্ড সীমান্ত লাগোয়া একটি গ্রামের বাড়িতে ওই ব্যবসায়ীকে আটকে রেখেছিল তারা। পুলিশ এলাকা ঘিরে ফেললে পালাবার পথ নেই বুঝতে পেরে ওই ব্যবসায়ীকে ছেড়ে দেয় দুষ্কৃতীরা।