শেষ আপডেট: 31st August 2021 14:07
দ্য ওয়াল ব্যুরো: কোভিড ১৯ এর নেতিবাচক প্রভাব, ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছে ভারতীয় অর্থনীতি (indian economy)। এপ্রিল-জুন মাসে অর্থাত ২০২১-২২ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে (quarter) দেশের মোট অভ্যন্তরীণ পণ্য (জিডিপি) (GDP) রেকর্ড ২০.১ শতাংশ বাড়ল। গত অর্থবর্ষে একই ত্রৈমাসিকে জিডিপি তলানিতে ঠেকেছিল। মূলতঃ করোনাভাইরাস জনিত লকডাউনের (coronavirus induced lockdown) জেরে তা হয়েছিল মাইনাস ২৪.৪ শতাংশ। সেখান থেকে বলতে গেলে, দারুণ আশাব্যাঞ্জক প্রত্যাবর্তন। আরও পড়ুন--আমেরিকা আফগানিস্তান ছাড়ার দিনই ভারত-তালিবান বৈঠক, কী আলোচনা হল মাঝে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের ঝাপটায় বেশ ক্ষতি হয়েছিল অর্থনীতির। জুন ত্রৈমাসিকে জিডিপি হারের উল্লেখযোগ্য বৃদ্ধির অর্থ, ২০২০-২১ এর প্রথম দুটি ত্রৈমাসিকে নেতিবাচক ফলের পর খুব দ্রুত বৃদ্ধি হয়েছে অর্থনীতির। এই নিয়ে টানা তিনটি ত্রৈমাসিকে জিডিপির ইতিবাচক বৃদ্ধি দেখা গেল। ২০২০-২১ এর তৃতীয় ত্রৈমাসিকে জিডিপি বেড়েছিল ০.৫ শতাংশ, চতুর্থ ত্রৈমাসিকে তা বেড়ে হয় ১.৬ শতাংশ। আর চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকেই তা এক লাফে দুই অঙ্কের ঘরে। যদিও ডিজিপির এমন উল্লম্ফনের আভাস ছিল একাধিক সমীক্ষায়, এমনকী রিজার্ভ ব্যাঙ্কের পূর্বাভাসেও। দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক বলেছিল, ২০২১-২২ এর প্রথম ত্রৈমাসিকে জিডিপি বাড়তে পারে ১৮.৫ শতাংশ, যদিও আগে ২৬.২ শতাংশ হারে বৃদ্ধির প্রজেকশন দেওয়া হয়েছিল। গত জুন মাসেও রিজার্ভ ব্যাঙ্ক ২০২১-২২ অর্থবর্ষে জিডিপি বৃদ্ধির হার সাড়ে ১০ থেকে কমিয়ে ৯.৫ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছিল। ২০২০-২১ এর প্রথম দুটি ত্রৈমাসিকে বৃদ্ধির হার ছিল যথাক্রমে মাইনাস ২৪.৪ ও মাইনাস ৭.৪ শতাংশ। করোনাভাইরাসের দাপট রুখতে দেশব্যাপী টানা লকডাউনে যাবতীয় অর্থনৈতিক কার্যকলাপ স্তব্ধ হয়ে পড়েছিল। তবে ধীরে ধীরে বিধিনিষেধ উঠতে থাকে, উতসবের মরসুম ঘিরে গত বছরের অক্টোবর থেকে ক্রমশঃ আর্থিক কার্যকলাপ গতি পায়। তারই রেশ ধীরে ধীরে ছড়াতে শুরু করে অর্থনীতির সর্বাঙ্গে। তৃতীয় ও চতুর্থ ত্রৈমাসিকে সামান্য হলেও ইতিবাচক বৃদ্ধি হয়।